ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
পিছিয়ে পড়েও জিতেছে ম্যানইউ
নিউজ আপলোড : ঢাকা , সোমবার, ০৫ এপ্রিল ২০২১

পিছিয়ে পড়েও দারুনভাবে ঘুরে দাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা রবিবার ২-১ গোলে পরাজিত করেছে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নকে। এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলো ওলে গার্নার সোলসারের দলটি। মার্কাস র্যাশফোর্ডের গোলে সমতা ফেরানোর পর ম্যাসন গ্রিনের গোলে জয়ী হয় তারা। দুই দলের প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিন নিজেদের ওল্ড ট্রাফোর্ডে শুরুর দিকে একেবারেই অনুজ্জ্বল ছিল স্বাগতিক ম্যানইউ। প্রথমার্ধে তারা প্রতিপক্ষের গোলরক্ষকের কোন পরীক্ষা নিজে পারেনি। যদিও ম্যাচের প্রথম সুযোগ তারাই পেয়েছিল। নয় মিনিটের মাথায় গ্রিনউডের ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। প্রাথমিক এ ধাক্কা সামলে স্বাগতিকদের উপর চড়াও হয় তারা। ১৩ মিনিটের মাথায় এর ফলও তারা পেয়ে যায়।
নিয়াল মুপের ক্রসে ড্যানি ওয়েলবেকের হেড ফিরিয়ে দেন ডিন হেন্ডারসন। তবে ঠিক মতো পারেননি ইউনাইটেড গোলরক্ষক। ফিরতি বলে জাল খুঁজে ওয়েলবেক। ১৯তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। পাসকল গ্রুসের ফ্রি কিকে লুইস ডাঙ্কের হেড হেন্ডারসনের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বাইরে চলে যায়।
হতাশাজনক প্রথমার্ধের পারফরমেন্স পেছনে ফেলে দ্বিতীয়ার্ধে ঘুরে দারুনভাবে দাঁড়ায় ম্যানইউ। ৬২ মিনিটে সমতা ফেরায় দলটি। ব্রুনো ফার্নান্ডেজে কাছ থেকে বল পেয়ে র্যাশফোর্ড ঠান্ডা মাথায় গোল করেন। ৭৭ মিনিটে কাভানির চেষ্টা ব্যর্থ করে দেন ব্রাইটন গোলরক্ষক রবার্ত সানচেস। ফিরতি বলে গ্রিনউডের শট একটুর জন্য লক্ষেভ্রষ্ট হয়। তবে জয়ী হওয়া গোলের জন্য এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ৮৩ মিনিটে পল পগবার কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন তিনি।এ গোলেই প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পায় ম্যানইউ। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে দলটি। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ম্যানসিটি।
-
ক্লাবগুলোর বিদ্রোহী ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা
স্পোর্টস ডেস্ক
ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো মিলে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে এবং এর
-
রিয়ালের শিরোপার আশায় গেটাফের ধাক্কা
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের স্বপ্নে বড় একটি ধাক্কা দিয়েছে গেটাফে। রবিবার লা
-
সাকিবের ব্যর্থতার দিনে হারল কলকাতা
সংবাদ স্পোর্টস ডেস্ক
যে সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ খেলা নিয়ে এত হৈচৈ,

-
আরও একবার কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা ১৩ মিনিটের এক ঝড়ে অ্যাটলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে চার গোল করে
-
মেসির চুক্তি নবায়নে অগ্রগতি!
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির সাথে চুক্তি নবায়নের বিষয়টি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বলে দাবী
-
এভারটনের সাথে ২-২ গোলে ড্র করছে টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক
এভারটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে শুক্রবার জোড়া গোল করে টটেনহ্যাম হটস্পারকে
-
রিয়ালে আরও এক বছর থাকছেন মড্রিচ
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ লুকা মড্রিচের সাথে এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে রাজী
-
আরও একবার দলকে খাদের কিনার থেকে ওঠালেন জিদান
স্পোর্টস ডেস্ক
গত সপ্তাহান্তে বার্সেলোনার বিপক্ষে এলক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায়
-
ফিরতি লেগ ড্র করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। বুধবার ইংল্যান্ডের দল লিভারপুলের