• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮

 

নেইমার-কাভানির গোলে জিতল পিএসজি

নিউজ আপলোড : ঢাকা , মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

সংবাদ :
  • সংবাদ স্পোর্টস ডেস্ক
image

এডিনসন কাভানি ও নেইমারের গোলে শিরোপা লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী মোনাকোকে হারিয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে পিএসজি। রোববার রাতে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোর মাঠে ১-২ গোলে জিতেছে উনাই এমেরির দল। গোলের সুযোগগুলো নষ্ট না হলে লীগে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটির জয় হতো অনেক বড়। মোনাকো ও অলিম্পিক লিঁওর চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে গত মৌসুমের রানার্সআপরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। নেইমারের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়েও ফাঁকা জালে পাঠাতে পারেননি মোনাকোর সাবেক খেলোয়াড় কিলিয়ান এমবাপে। কোনাকুনি শটে বল যায় বাইরে। অষ্টম মিনিটে ডান দিক থেকে এমবাপের নিচু ক্রসে পা লাগিয়েছিলেন ইউলিয়ান ড্রাক্সলার; এবারও লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু সুযোগ নষ্ট করেননি মৌসুমের শুরু থেকেই একের পর এক গোল করা কাভানি। ১৯ মিনিটে ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের টোকায় জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার। লীগ ওয়ানে এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার গোল হলো ১৬টি। বিরতির আগে জার্মান উইঙ্গার ড্রাক্সলারের কোনাকুনি শটে হাত লাগিয়ে ব্যবধান বাড়াতে দেননি গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। বিরতির পরও প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা পিএসজির আক্রমণভাগের তিন খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়ায় দারুণ সব সুযোগ আসে। ৪৮ মিনিটে এমবাপের পাসে কাভানি বাড়িয়েছিলেন নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট লাগে পোস্টে। পরের মিনিটেই নেইমারের বাড়ানো বল ধরে সামনে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন এমবাপে। শেষ মুহূর্তে সুবাসিচ বলে হাত ছোঁয়ানোর পর জেমারসন হেডে বিপদমুক্ত করেন। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার। বক্সে তুরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় পেনাল্টি দেন রেফারি। লীগে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে আসা নেইমারের এটি অষ্টম গোল। ৮১ মিনিটে গোল এক শোধ করে মোনাকো। জোয়াও মোওতিনিয়োর ফ্রি-কিক সামনে দাঁড়িয়ে থাকা এমবাপের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। লীগ ওয়ানে এ পর্যন্ত অপরাজিত পিএসজির পয়েন্ট ১৪ ম্যাচে ৩৮। ২৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অলিম্পিক লিঁওর চেয়ে পিছিয়ে তৃতীয় স্থানে আছে মোনাকো। ওয়েবসাইট।

পাকিস্তানের জালে বাংলাদেশের ১৪ গোল

ক্রীড়া বার্তা পরিবেশক

image

অসাধারণ, উড়ন্ত, দুর্দান্ত যেকোন বিশেষণই জুড়ে দেয়া যায় বাংলাদেশ নারী অ-১৫ ফুটবল দলকে। সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম

স্মরণীয় জয় বাংলাদেশের

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

তামিম-সাকিবের ব্যাটিংয়ের পর বোলারদের অসাধারণ কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের

জমকালো বর্ণিল আয়োজনে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বিশ্বচ্যাম্পিয়নরা দেশে ফিরেছেন, প্যারিসে ছিল সাজ সাজ রব। চারদিক শুধু লাল-সাদা-নীল রঙয়ের ছড়াছড়ি। উচ্ছ্বসিত জনসমুদ্রের ঢেউ সকাল থেকে জানান দেয়

sangbad ad

আরও অনেক দূর যাবে ফ্রান্স দলটি

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

সুশৃঙ্খল, তারুণ্য এবং চমৎকার ফিনিশিংয়ের জ্বলন্ত উদাহরণ সৃষ্টিকারী ফ্রান্স দল গত

অধিনায়কের পর কোচ হিসেবে দেশমের অনন্য গৌরব

আরাফাত জোবায়ের, মস্কো থেকে

image

লুঝনিকি আনন্দের প্রতীক হয়ে থাকল নীল। ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন। রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায়

দেশমের ফ্রান্সই চ্যাম্পিয়ন

আরাফাত জোবায়ের, মস্কো থেকে

image

বেদনার রং নীল। লুঝনিকে আনন্দের প্রতীক হয়ে থাকল নীল। ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে

আবার অলিম্পিক আয়োজনের ভাবনা

আরাফাত জোবায়ের, মস্কো থেকে

সফল সমাপ্তির পথে রাশিয়া বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান

এমেকার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ

ক্রীড়া বার্তা পরিবেশক, মস্কো থেকে

লুঝনিকির প্রেস সেন্টারে হঠাৎ জটলা। কাছে গিয়ে দেখা গেল নাইজেরিয়ার সাবেক ফুটবলার ড্যানিয়েল এমাকুচি। ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন নাইজেরিয়ানর

প্রস্তুত লুঝনিকি প্রস্তুত বিশ্ব

আরাফাত জোবায়ের, মস্কো থেকে

লুঝনিকিতে শুরু হয়েছিল সেই লুঝনিকিতেই শেষ হচ্ছে। এক মাসের অনেক ঘটনার পর এখন

sangbad ad