৫৬ বছর পর পুনরায়
চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস
নিউজ আপলোড : ঢাকা , মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
দীর্ঘ ৫৬ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা-চিলাহাটি-হলদিবাড়ী-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেনের নতুন এই আন্তঃদেশীয় রুট চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি যৌথভাবে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। ভারতের পক্ষ থেকে এই ট্রেনটি নাম বঙ্গবন্ধু এক্সপ্রেস প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর নামে কোন কিছু করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতির প্রয়োজন হয়। তাই নতুন ট্রেনের নামকরণের জন্য বঙ্গ, সম্প্রীতি ও বন্ধু এক্সপ্রেসেসহ কয়েকটি নামের প্রস্তাব দেয়া হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।
এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংবাদকে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ লক্ষ্যে দুই দেশের মধ্যে ব্রিটিশ আমলের তৈরি রেলপথগুলো সংস্কার করে চালু পরিকল্পনা নেয়া হয়েছে। গত বছর ১৭ ডিসেম্বর চিলাহাটি-হলদিবাড়ী রেলপথটি সংস্কার চালু করা হয়েছে। এই রেলপথেই ঢাকা-চিলাহাটি-হলদিবাড়ী-শিলিগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। ২৬ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই ট্রেন সার্ভিসটি উদ্বোধনের কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধন ও মৈত্রী ট্রেন চলাচল শুরু হলেই এই ট্রেন সার্ভিস চালু করা হবে। ভারতের পক্ষ থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসের নামকরণের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে দুই দেশের মধ্যে চলাচল করা অন্য ট্রেনের নামের সঙ্গে সঙ্গতি রেখে আরও কিছু নামের প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা চূড়ান্ত করবেন।
জানা গেছে, ১৯৬৫ সালের আগে দার্জিলিং মেইল শিয়ালদহ থেকে ছেড়ে রানাঘাট, ভেড়ামারা, হার্ডিঞ্জ ব্রিজ, সান্তাহার, হিলি, পার্বতীপুর, নীলফামারী, চিলাহাটি, ভারতের হলদিবাড়ী (জলপাইগুড়ি) ও শিলিগুড়ি রুটে চলাচল করত। সেভাবেই এই পথে ফের দু’দেশের মধ্যে এই ট্রেন সার্ভিস চালু করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন ট্রেন চলাচলের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। ভাড়া ও অন্য বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ৪ মার্চ দেশের রেলওয়ে কর্মকর্তাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে রেলওয়ে সূত্রে জানায়।
জানা গেছে, ব্রিটিশ শাসনামলে ৭টি স্থান দিয়ে বর্তমান বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সরাসরি যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত। এগুলো হলো- বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে, বাংলাদেশের বেনাপোল থেকে ভারতের পেট্রাপোল, বাংলাদেশের রোহানপুর থেকে ভারতের সিংগাবাদ, বাংলাদেশের বিরল থেকে ভারতের রাধিকাপুর, বাংলাদেশের শাহবাজপুর থেকে ভারতের মহিশ্মশান, বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী ও বাংলাদেশের বুড়িমারি থেকে ভারতের চেঙ্গাবান্দা পর্যন্ত। এসব রেলরুটের বেশিরভাগেই ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় এ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ৫টি রুটে পন্য ও যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এর দর্শনা-গেদে ও বেনাপোল-পেট্রাপোল দিয়ে যাত্রীবাহী ট্রেন এবং রোহানপুর-সিংগাবাদ, বিরল-রাধিকাপুর ও চিলাহাটি-হলদিবাড়ী পণ্যবাহী ট্রেন চলাচল করছে বলে রেলওয়ে সূত্র জানায়।
-
দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো, একদিনে ৯৪
সংবাদ অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। এটি দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে।
-
আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার বন্ধ
নিজস্ব বার্তা পরিবেশক
বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার (ইলেকট্রনিক
-
যাঁদের লাগবে না ‘মুভমেন্ট পাস’
সংবাদ অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের পরিস্থিতিতে সারা দেশে চলছে লকডাউন। কাজে ও চলাচলে

-
বেড়েছে সব ধরণের সবজির দাম
সংবাদ অনলাইন ডেস্ক
রমজান উপলক্ষে প্রতি বছরই বাড়ে সবজির দাম। তবে এবার তার সঙ্গে দেশব্যাপী
-
আরও কয়েকদিন থাকবে দাবদাহ
সংবাদ অনলাইন ডেস্ক
সারাদেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের চলমান দাবদাহ আরও
-
ব্যাংক খোলা আজ, তবে চাপ নেই
নিজস্ব বার্তা পরিবেশক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সারা দেশে ‘সর্বাত্মক লকডাউনে’ প্রথমে ব্যাংক বন্ধ
-
লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের চলাচল বেড়েছে
নিজস্ব বার্তা পরিবেশক
মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন আজ। লকডাউনের
-
ঢাকায় আব্দুল মতিন খসরুর দুই জানাজা, দাফন কুমিল্লায়
সংবাদ অনলাইন ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপির নামাজে জানাজা বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
-
আবদুল মতিন খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সংবাদ অনলাইন ডেস্ক
সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।