• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

 

১৮ জনকে ওএসডি এবং ২৬ জনকে পদায়নের মাধ্যমে শিক্ষা প্রশাসনে রদবদল

নিউজ আপলোড : ঢাকা , সোমবার, ২৫ মার্চ ২০১৯

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

শিক্ষা প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। ১৮ জনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং ২৬ জনকে নতুন পদে পদায়ন করা হয়েছে। ২৪ মার্চ রোববার রাতে এ বিষয়ে তিনটি পৃথক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর শাহেদুল খবির চৌধুরীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, একই অধিদফতরের সরকারি কলেজ শাখার উপ-পরিচালক পদে সংযুক্ত থাকা অধ্যাপক প্রবীর কুমার ভট্টাচার্যকে প্রশিক্ষণ শাখার পরিচালক এবং ওএসডি থাকা প্রফেসর আমির হোসেনকে মাউশির পরিচালক (এম অ্যান্ড ই উইং, সেসিপ) করা হয়েছে। দীর্ঘদির পর শিক্ষা প্রশাসনের বড় এই রদবদলকে স্বাগত জানিয়েছেন সংস্থানটির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে প্রফেসর শাহেদুল খবির চৌধুরী ২৫ মার্চ সোমবার মাউশি অধিদফতরে যোগদান করলে তাকে সংস্থার সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন জানান।

মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম খানকে মাউশি অধিদফতরের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদুজ্জামান মিয়াকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের পরিচালক, শরীয়তপুর সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর মনোয়ার হোসেনকে মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক (সেসিপ), সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক রুহুল মমিনকে অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন), নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ শাহ মো. আমির আলীকে উপ-পরিচালক (কলেজ-১), চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীকে উপপরিচালক (একিউএইউ) করা হয়েছে।

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক মীর রাহাত মাসুমকে মাউশির সহকারী পরিচালক (কলেজ-৪), মাউশি অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-৪) জাকির হোসেনকে এই দফতরের সহকারী পরিচালক (প্রশাসন), ওএসডি থাকা অসীম কুমার বর্মনকে সহকারী পরিচালক-২ (পরিকল্পনা ও উন্নয়ন, মাউশি) এবং আজিমপুর সরকারি গার্লস স্কুলল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কাওসার আহমেদকে সহকারী পরিচালক (মাধ্যমিক) করা হয়েছে।

নাটোরের গোল-ই-আফরোজ সরকারি কলেজের ব্যবস্থাপনার সহযোগী অধ্যাপক আকতারুজ্জামান ভূঁইয়াকে উপপরিচালক (শারীরিক শিক্ষা), বিএম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমানকে সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা), সরকারি পিসি কলেজের অর্থনীতির প্রভাষক রিজওয়ানুর রহমানকে মাউশি অধিদফতরের গবেষণা কর্মকর্তা (পরিকল্পনা ও উন্নয়ন) ও এসডি থাকা সহকারী অধ্যাপক খান আবদুল্লাহ আল আসাদকে কুমিল্লার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

শিক্ষা বোর্ডে পদায়ন

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তপন কুমার সরকারকে একই বোর্ডের সচিব, মাদরাসা বোর্ডের পরিদর্শক অধ্যাপক আবুল বাসারকে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, কুমিল্লা শিক্ষা বোর্ডের একাডেমিক উপসচিব (প্রেষণে) নূর মোহাম্মদকে একই বোর্ডের সচিব, নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথকে মাউশি অধিদফতরের প্রকল্প পরিচালক (সিলেট, খুলনা, বরিশাল বিভাগীয় শহরে ৭টি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ) করা হয়েছে।

আর দুয়ারিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ছিদ্দিকুর রহমানকে মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার ও একই বোর্ডের উপ-রেজিস্ট্রার (কমন সার্ভিস) কামাল উদ্দিনকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) উপপরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) ড. রিয়াদ চৌধুরীকে কন্ট্রোলার অফ পাবলিকেশন্স, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব হোসেন সরকারকে উপ-রেজিস্ট্রার (কমন সার্ভিস) এবং ওএসডি থাকা স্বরূপকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জিয়াউল আহসানকে পরিচালক (প্রশাসন ও অর্থ) করা হয়েছে। এ ছাড়াও ১৮ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

চীনের রাষ্ট্রপতি ও নৌপ্রধানের সঙ্গে বাংলাদেশ নৌ-প্রধানের সাক্ষাৎ

নিজস্ব বার্তা পরিবেশক

image

চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী ২৩ এপ্রিল মঙ্গলবারে চীনের কুইনডাও শহরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৬৫০ মিটার

নিজস্ব বার্তা পরিবেশক

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৩ এপ্রিল মঙ্গলবার ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের উপর ১১তম স্প্যান ‘৬-সি’ বসানো হয়েছে।

সারাদেশে ৮০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট

নিজস্ব বার্তা পরিবেশক

image

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে কয়েকটি ধাপে হালনাগাদ

sangbad ad

শ্রীলংকায় বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর শোক বার্তা

নিজস্ব বার্তা পরিবেশক

image

শ্রীলংকায় গির্জা ও হোটেলে একযোগে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ ঘটনাকে নিরীহ বেসামরিক

ব্রুনাইয়ের সঙ্গে সাতটি চুক্তি স্বাক্ষর

নিজস্ব বার্তা পরিবেশক

image

দক্ষিণ পূর্ব এশিয়ার পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ের সঙ্গে সাতটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। কৃষি, মৎস্য, পশুসম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া

১৫ হাজার প্রাথমিক স্কুল সংকটে

রাকিব উদ্দিন

image

নিম্নমানের কাজ, মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার এবং দীর্ঘদিন সংস্কার না করার কারণে প্রায়ই প্রাথমিক বিদ্যালয়ের ছাদ, দেয়াল ও পলেস্তারা

জাতির পিতার মানবিক গুণাবলি শিশুদের মনে ছড়িয়ে দেওয়ার আহবান স্পিকারের

নিজস্ব বার্তা পরিবেশক

image

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক গুণগুলো শিশুদের কোমল মনে ছড়িয়ে দেওয়ার

সাজা শেষ হলেও ৮৬ বিদেশি বন্দি দেশের কারাগারে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

বিভিন্ন অপরাধে বাংলাদেশের কারাগারে সাজা খাটা ৮৬ বিদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। তবে নিজ নিজ দেশ থেকে তাদের কেউ

অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক

image

জাতীয় সংসদের স্পিকার এবং ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)’ কমিশনের

sangbad ad