• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

 

শামিম কবির বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথ দেখিয়েছেন : স্মৃতিচারণে বিশিষ্টজনরা

নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

শামিম কবির ছিলেন একজন চমৎকার ক্রিকেটার। ছিলেন দৃঢ়চিত্তের অধিকারী। পরিপাটি ও সুশৃঙ্খল মানুষ। তিনি কখনো কারও সঙ্গে অসৎ আচারণ করেননি। খেলোয়াড়দের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকের মতো। দলের যোগ্য নেতা। শামিম কবির বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পথ দেখিয়েছেন।

সদ্য প্রয়াত বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রাণপুরুষ ও জাতীয় দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের সম্পর্কে এভাবেই স্মৃতিচারণ করে ক্রিকেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমি প্রাঙ্গণে এই কৃতি ক্রিকেটারের মরদেহ রাখা হলে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মৃতিচারণ করেন। তার জানাজায় অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে এ সময় ক্রিকেটাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শামিম কবিরের খেলার সঙ্গী, বন্ধু, সাবেক ও বর্তমান ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ, তানভীর মাজহার তান্না ও সৈয়দ আশরাফুল হকও আসেন দেশের প্রথম অধিনায়ককে শ্রদ্ধা জানাতে। এছাড়া সাবেক ক্রিকেটার শাকিল কাশেম, সাবেক ক্রিকেটার ও সংগঠক জালাল আহমেদ চৌধুরীসহ আরও অনেকেই জানাজায় অংশ নেন। সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনসহ শামিম কবিরের জানাজায় উপস্থিত ছিলেন তাদের উত্তরসূরি অনেক ক্রিকেটাররাও। এ সময় সংবাদ সম্পাদক আলতামাশ কবির, আরদাশির কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ইতিহাসের প্রথম অধিনায়ক শামিম কবির সোমবার (২৯ জুলাই) ধানমন্ডির ইডেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১১টায় শামীম কবিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে শামিম কবিরের স্মৃতিচারণ করেন বিশিষ্ট ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, শামিম কবিরের হাত ধরে স্বাধীনতার আগে ও পরে দেশের ক্রিকেট এগিয়েছে। শামিম কবিরের সঙ্গে ওপেন করার নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শামিম ভাই আমার ওপেনিং পার্টনার ছিলেন। তার নেতৃত্বে আমরা খেলতাম। ওনার সঙ্গে আমি অনেক ম্যাচে উদ্বোধন করেছি। শামিম ভাই শেষ যে ম্যাচটি খেলেছিলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচেও তার সঙ্গে উদ্বোধন করেছিলাম। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, শামীম ভাইয়ের সম্পর্কে খেলার অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না। অসম্ভব ভালো একটি মানুষ ছিলেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, আমরা এমন একজনের সামনে আছি, যার হাত ধরে আমাদের ক্রিকেট এগিয়েছে। পাকিস্তানের ক্রিকেটসহ তার সঙ্গে সব জায়গায় খেলেছিলাম। শামিম ভাইয়ের সম্পর্কে বলে শেষ করা যাবে না। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তার মতো ভদ্রলোক খুব কমই আছেন। তার জন্য দোয়া করি, তিনি সেখানেই থাকেন যেন শান্তিতে থাকেন।

ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ বলেন, চালচলনে শামিম কবির ছিলেন একজন স্ট্রং ব্যক্তি। তার প্রধান চারিত্রিক বিষয় ছিল, তিনি কখনো কারও সঙ্গে অসৎ আচরণ করেননি। এ সময় শামিম কবিরের নেতৃত্বে এমসিসি’র বিপক্ষে খেলার কথাও তুলে ধরেন তিনি। শামিম কবিরের স্মৃতিচারণ করে সাবেক ক্রিকেটার শাকিল কাশেম বলেন, আমাদের অভিভাবকের মতো ছিলেন তিনি। সবসময় বড় ভাইয়ের মতো দেখতেন আমাদের। জানাজার আগে শামীম কবিরের ছোট ছেলে ফেরদৌস কবির পিতার জন্য সবার কাছে দোয়া চান। শুক্রবারের বাদ আসর গুলশান আজাদ মসজিদে শামিম কবিরের কুলখানি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে সবইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

নামাজে জানাজা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়রাম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে শামিম কবিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংবাদ পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্পাদক আলতামাশ কবির, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনীরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, বার্তা সম্পাদক কাজী রফিক, চিফ রিপোর্টার সালাম জুবায়ের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এছাড়া এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ (বিএসজেএ) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

অগ্রাধিকার চাইছেন রিটার্ন টিকিটধারীরা

সংবাদ অনলাইন ডেস্ক

image

টোকেন পদ্ধতি বাদ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট বিক্রির জন্য বিক্ষোভ করছেন সৌদি

দুর্নীতির হাত থেকে দেশকে বাচিয়েছেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, এক সময় দেশ দুর্নীতিতে বার বার

অতিরিক্ত সচিব হলেন ৯৮

সংবাদ অনলাইন ডেস্ক

image

পদ না থাক‌লেও জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম স‌চিব‌কে প‌দোন্ন‌তি দি‌য়ে অতিরিক্ত সচিব

sangbad ad

সৌদি পৌছেছেন ৩০২ বাংলাদেশি

সংবাদ অনলাইন ডেস্ক

image

সাউদিয়া এয়ারলাইন্সে করে ৩০২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্তজাতিক

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদে রেকর্ডকৃত ভাষণ প্রচার করা হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মতো এ বছরও বাংলায় ভাষণ দেবেন।

১ অক্টোবর থেকে সিঙ্গাপুর ফ্লাইট চালু করবে বিমান

নিজস্ব বার্তা পরিবেশক

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। বিমান জানায়, ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরে শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বাংলাদেশ-ভারত সহযোগিতা দেনা-পাওনার ঊর্ধ্বে -রীভা গাঙ্গুলি

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকায় নিযুক্ত ভারতীয় বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশ উন্নয়ন অংশীদার এবং এই সহযোগিতা নিছক দেনা-পাওনার ঊর্ধ্বে, যা বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রচিত।

আকামা-ভিসা থাকলে সবাই সৌদি যেতে পারবেন -পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

যাদের আকামা, ভিসা আছে, দেশে এসেছেন ছুটিতে, তাদের সবাই সৌদি আরব যেতে পারবেন, কোন জটিলতা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বরাদ্দ শত কোটি’

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বর্তমান সরকার বাজেটে এক শ’ কোটি টাকা বরাদ্দ রেখেছে।