• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বুধবার, ০৫ আগস্ট ২০২০

 

বর্ধিত হারে চাঁদা কর্তনের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারীরা সুফল পাচ্ছে

নিউজ আপলোড : ঢাকা , সোমবার, ০৫ আগস্ট ২০১৯

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

বর্ধিত হারে চাঁদা কর্তনের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন ‘শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট’। সোমবার (৫ আগস্ট) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তদের ২ শতাংশ চাঁদার অর্থে পরিচালিত সরকারের একটি আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান। সে অনুযায়ী ১৯৯০ সালের জুলাই থেকে কল্যাণ ভাতা প্রদান করে আসছে। ৮ম জাতীয় বেতন স্কেলে শিক্ষক কর্মচারীদের বেতন শতভাগ বৃদ্ধি পাওয়ায় এবং কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী শিক্ষক কর্মচারীদের শেষ বেতন স্কেল অনুযায়ী কল্যাণ সুবিধা প্রদান করায় কল্যাণ ট্রাস্ট চরম ফান্ড সংকটের সম্মুখীন হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রাপ্ত মাসিক চাঁদা ২ শতাংশ হারে আদায় হতো প্রায় ১৮ কোটি টাকা এবং কল্যাণ সুবিধার মাসিক জমাকৃত আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন প্রায় ৪০ কোটি টাকা (নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী)। এ হিসাবে প্রতি মাসে ঘাটতি প্রায় ২২ কোটি টাকা এবং বার্ষিক ঘাটতির পরিমাণ প্রায় ২৬৪ কোটি টাকা। এ কারণে শিক্ষক কর্মচারীদের হাজার হাজার আবেদন অনিষ্পন্ন ছিল। এ সংকট দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ও শিক্ষকবান্ধব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিক্ষকদের মানোন্নয়নে অর্থ মন্ত্রণালয় সর্বমোট ৩৩৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করে। অর্থ মন্ত্রণালয় শিক্ষক কর্মচারীদের ২ শতাংশ চাঁদার পরিবর্তে ৪ শতাংশ চাঁদা প্রদানের শর্তে উক্ত অর্থ বরাদ্দ প্রদান করে। অর্থ মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ চাঁদা প্রদানের গেজেট প্রকাশ করে। ফলে ফান্ড সংকট নিরসনের জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ চাঁদা জমা শুরু হয়েছে।

এছাড়াও বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা চালু হয়েছে। গত মে মাসে ৪ শতাংশ হারে চাঁদা আদায় হয় প্রায় ৩৬ কোটি টাকা। বর্তমান ট্রাস্টি বোর্ড দায়িত্ব গ্রহণের পরই ১০০ দিনের কর্মসূচি গ্রহণ করেন এবং এই ১০০ দিনের মধ্যে অবসরপ্রাপ্ত ৬ হাজার ৪ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রায় ২ হাজার ৩৫৬ কোটি ৬৯ লক্ষ এক হাজার ৯৩০ টাকা প্রদান করেন, যা কল্যাণ ট্রাস্টের ইতিহাসে এক মাইলফলক অনন্য দৃষ্টান্ত।

এ প্রসঙ্গে কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বর্ধিত চাঁদা কার্যকর হওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা এর সুফল পেতে শুরু করেছেন। এ ধারা অব্যাহত থাকলে কল্যাণ সুবিধার জন্য আর শিক্ষক কর্মচারীদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। অনলাইনে আবেদন প্রাপ্তির তিন মাসের মধ্যে যাতে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা তাদের ব্যাংক হিসাবে কল্যাণ সুবিধা পেতে পারেন সেই লক্ষ্যে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলে জানান সদস্য সচিব।

ডাক্তাররা চরম ক্ষুব্ধ : ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা

বাকী বিল্লাহ

image

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীর আবাসিক হোটেলে থাকা নিয়ে

দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

করোনা ক্রান্তিকালীন মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যাতে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম না হয়, সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

১০ জেলায় বন্যা স্থিতিশীল

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশে বর্তমানে বন্যা আক্রান্ত জেলা ১৮টি। এর মধ্যে ১০ জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অন্যদিকে আট জেলায় স্থিতিশীল রয়েছে।

sangbad ad

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ-মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব বার্তা পরিবেশক

image

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচলের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে পর্যটক নিখোঁজ

প্রতিনিধি, সিলেট

image

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছে

বন্যার্তদের সহায়তায় ১৬ হাজার ২১০ টন চাল বরাদ্দ

নিজস্ব বার্তা পরিবেশক

image

বন্যায় দেশের ৩৩ টি জেলায় ক্ষতিগ্রন্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ

নিজস্ব বার্তা পরিবেশক

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে।

অমিত শাহার সুস্থতা কামনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আন্তর্জাতিক বাজারে পাটখাতের যুগোপযোগি সংস্কারের উদ্যোগ

নিজস্ব বার্তা পরিবেশক

image

বর্তমান সরকার আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটখাতের যুগোপযোগি সংস্কারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে