• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯

 

জাতির পিতার জন্মদিন : ৬৮০০ রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ আপলোড : ঢাকা , রোববার, ১৭ মার্চ ২০১৯

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা করা ও স্বেছায় রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৯ ১৭ মার্চ রোববার উদযাপিত হয়েছে। জাতীয় এ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনকের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার শুভ উদ্বোধন, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বি ব্লকের বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন ও কেক কাটা এবং বাদ জোহর এ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যূরালে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বঙ্গবন্ধুর ম্যূরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

এ সময় বঙ্গবন্ধ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, নবনিযুক্ত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ৬৮০০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে-মেডিসিন ও শিশু অনুষদে ৩ হাজার ৩০০ জন রোগী, সার্জারি অনুষদে ২ হাজার ৯০০ রোগী এবং এবং ডেন্টাল অনুষদে ৬০০ জন রোগী। এছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে প্রায় অর্ধশত জন মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এবছর বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষাও করা হয়।

বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহ এবং সার্জিারি অনুষদের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের উদ্যোগে রোগীদেরকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়। বিনামূল্যে ২৫১ জন রোগীকে আল্ট্রাসাউন্ড, ১৮৫ জন রোগীকে এক্সরে সেবা এবং ২৯৮৩ জনকে প্যাথলজি সুবিধা প্রদান করা হয়। এই কর্মসূচীতে মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, শিশু অনুষদ এবং ডেন্টাল অনুষদের ৫৬টি বিভাগসহ এসকল বিভাগের উইংগুলোও রোগীদেরকে বিনামূল্যে সেবা প্রদানের কাজে নিয়োজিত রয়েছে। মোট তিনটি ভবন থেকে রোগীদের বিনামূল্যে টিকটে প্রদান করা হয়। এগুলো হলো মেডিসিন ও শিশু অনুষদভুক্ত বিভাগের জন্য বহির্বিভাগ-১, সার্জারি অনুষদ ভুক্ত বিভাগসমূহের জন্য বহির্বিভাগ-২ এবং ডেন্টাল অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য এ ব্লক থেকে রোগীদেরকে বিনামূল্যে টিকেট প্রদান করা হয়। এই কার্যক্রমে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৬৮, সহযোগী অধ্যাপক ৭০, সহকারী অধ্যাপক ৯০, কনসালট্যান্ট ২৮ জনসহ ৪৫০ জন চিকিৎসক, ৬০ জন নার্স, ১২৫ জন বিভিন্ন পর্যায়ের টেকনিশিয়ান, ২৫ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, কমপক্ষে ২০০ জন কর্মকর্তা-কর্মচারীসহ সাড়ে ৮ শতাধিক জনবল নিয়োজিত রয়েছে।

সারাদেশে ৮০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট

নিজস্ব বার্তা পরিবেশক

image

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে কয়েকটি ধাপে হালনাগাদ

শ্রীলংকায় বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর শোক বার্তা

নিজস্ব বার্তা পরিবেশক

image

শ্রীলংকায় গির্জা ও হোটেলে একযোগে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ ঘটনাকে নিরীহ বেসামরিক

ব্রুনাইয়ের সঙ্গে সাতটি চুক্তি স্বাক্ষর

নিজস্ব বার্তা পরিবেশক

image

দক্ষিণ পূর্ব এশিয়ার পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ের সঙ্গে সাতটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। কৃষি, মৎস্য, পশুসম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া

sangbad ad

১৫ হাজার প্রাথমিক স্কুল সংকটে

রাকিব উদ্দিন

image

নিম্নমানের কাজ, মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার এবং দীর্ঘদিন সংস্কার না করার কারণে প্রায়ই প্রাথমিক বিদ্যালয়ের ছাদ, দেয়াল ও পলেস্তারা

জাতির পিতার মানবিক গুণাবলি শিশুদের মনে ছড়িয়ে দেওয়ার আহবান স্পিকারের

নিজস্ব বার্তা পরিবেশক

image

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক গুণগুলো শিশুদের কোমল মনে ছড়িয়ে দেওয়ার

সাজা শেষ হলেও ৮৬ বিদেশি বন্দি দেশের কারাগারে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

বিভিন্ন অপরাধে বাংলাদেশের কারাগারে সাজা খাটা ৮৬ বিদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। তবে নিজ নিজ দেশ থেকে তাদের কেউ

অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক

image

জাতীয় সংসদের স্পিকার এবং ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)’ কমিশনের

সামগ্রিক অর্থনীতিতে কৃষিখাতের অবদান অনেক : কৃষিমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষিখাতের অবদান অনেক বেশি। সোনালি আঁশ ও সোনার বাংলা একে অপরের পরিপূরক।

বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন

নিজস্ব বার্তা পরিবেশক

image

আকাশ সীমানা নিরাপদ রাখা ও শত্রুপক্ষের আক্রমণ প্রতিহতের সক্ষমতার প্রশিক্ষণ অনুশীলন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ১৭ এপ্রিল বুধবার

sangbad ad