• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

 

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান

করোনায় আক্রান্ত মুগদা হাসপাতালে ভর্তি

নিউজ আপলোড : ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২০

সংবাদ :
  • সংবাদ অনলাইন ডেস্ক
  • download

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বক্ষণ তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি প্রফেসর ডা. ইকবাল আর্সলান ও মহাসচিব প্রফেসর ডা. এমএ আজিজ তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তারা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। টেস্টে পজেটিভ হওয়ার পর তিনি শান্তিনগরস্থ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

স্বাচিপের মহাসচিব ডা. এমএ আজিজ মুঠোফোনে জানান, মুগদা হাসপাতালের ১২০১ নম্বর কেবিনে তিনি ভর্তি হয়েছেন। করোনা চিকিৎসায় কর্মরত বিশেষজ্ঞরা তার চিকিৎসার সর্বক্ষণ খোঁজ-খবর নিচ্ছেন ও সর্বাত্মক চিকিৎসাসেবা দিচ্ছেন। সংবাদ পরিবারের তার সহকর্মীরা ভারপ্রাপ্ত সম্পাদকের সর্বক্ষণ চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।

সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের প্রয়াতে শোক প্রকাশ অব্যাহত

সংবাদ অনলাইন ডেস্ক

ভোলা দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক,কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান’র মৃত্যুতে

মুনীর ভাই : একই ধ্রুবের পথিক

image

খন্দকার মুনীরুজ্জামান, আমাদের মুনীর ভাই শান্তিনগরে যে বাসায় থাকতেন আগে তা ছিল পুরনো আমলের টিনের ঘর। পাশের সরু গলির

আমরা চারজন

সংবাদ অনলাইন ডেস্ক

শিরোনাম থেকে আজ ২৪ নভেম্বর ২০২০ তারিখে বিয়োগ একজন। বিয়োজিত বন্ধুটিকে ধরণীর কোন প্রান্তে কোথায় অন্তিম শয়ানে রাখা হবে, সেটা নিয়ে তৎপরতা।

sangbad ad

মৃত্যুমাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ

নিত্যদিন নানাজন না ফেরার দেশে চলে যাচ্ছেন। এই করোনা আবহে এটাই সবচেয়ে অসহনীয় ঘটনা।

মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপসহীন সাংবাদিক

সংবাদ অনলাইন ডেস্ক

খন্দকার মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপসহীন সাংবাদিক।

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের জীবনাবসান

সংবাদ অনলাইন ডেস্ক

image

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই।

এসএমপির এডিশনাল কমিশনার পরিবারসহ করোনায় আক্রান্ত

প্রতিনিধি,সিলেট

image

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ পরিবারের সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে সিলেটে শােকের ছায়া

প্রতিনিধি, সিলেট

image

দেশের প্রাচীনতম দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযােদ্ধা খন্দকার মুনিরুজ্জামানের মৃত্যুতে শােকের ছায়া নেমেছে সিলেটে।

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে বিএনএ ওসমানী মেডিকেল শাখার শােক

প্রতিনিধি, সিলেট

image

দেশের প্রাচীনতম দৈনিক পত্রিকা সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।