• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২০

 

অজয় বড়ুয়ার প্রথম মৃত্যু বার্ষিকী রোববার

নিউজ আপলোড : ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২০

সংবাদ :
  • ক্রীড়া বার্তা পরিবেশক
download
image

দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ১২ জুলাই রোববার। গত বছর ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দৈনিক সংবাদের হয়ে ২০১৯ ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়েছিলেন। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কাভারও করেন। জুনের শেষ সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বড় ছেলে হীমাদ্রি বড়ুয়া টুটুলের বাসায় কয়েকদিন জ্বরে ভোগার পর ২৩ জুন লন্ডনের কিং জর্জ হাসপাতালে ভর্তি হন। নিয়োমোনিয়া, হৃদরোগ ও অন্যান্য জটিলতায় পরবর্তীতে তাকে সেন্ট বার্টস হাসপাতালে স্থানান্তরিত হয়েছিলেন। সেন্ট বার্টস হাসপাতাল থেকেই চির বিদায় নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর অজয় বড়ুয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াক্ষেত্রে অবদান স্বরুপ ব্লু পদক লাভ করেন। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদক ছিলেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর হয়ে ফুটবলও খেলেছেন।

স্বাধীনতার পর সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ার মনোনিবেশ করেন। ১৯৭৪ সালে দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। মৃত্যু অবধি তিনি সংবাদের ক্রীড়া সম্পাদক ও ইউনিট চীফ হিসেবে দায়িত্বরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ স্পোর্টজ জার্নালিস্টস এসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাহী কমিটির কয়েক বার সহ-সভাপতি, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে সম্পাদক পরিষদের শোক

সংবাদ অনলাইন ডেস্ক

দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদকের প্রয়াণে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ, প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

কিশোরগঞ্জ দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মুত্যুতে কশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি

খন্দকার মুনীরুজ্জামানের জন্য মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ অনলাইন ডেস্ক

সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

sangbad ad

রংপুরে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জমানের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব বার্তা পরিবেশক রংপুর

image

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জমানের রুহের মাগফেরাত কামনা করে জুম্মার নামাজের পর রংপুর কেরামতিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনীরুজ্জামানের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে

সংবাদ অনলাইন ডেস্ক

মানুষ মরণশীল তা অবশ্যই মানতে হবে। আমাদের সবাইকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।

খন্দকার মুনীরুজ্জামান স্মরণে আজ দোয়া মাহফিল

সংবাদ অনলাইন ডেস্ক

image

দৈনিক ‘সংবাদ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামানের স্মরণে আজ বাদ জুমা রাজধানীর নয়া পল্টন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে খন্দকার মুনীরুজ্জামানের সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মুনীরুজ্জামানের কর্মযজ্ঞে আলোকিত হই

রুকুনউদ্দৌলাহ

খন্দকার মুনীরুজ্জামান ছিলেন বহুগুণে গুণান্বিত এবং অসাম্প্রদায়িক মানসিকতার সাংবাদিক।

সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের প্রয়াতে শোক প্রকাশ অব্যাহত

সংবাদ অনলাইন ডেস্ক

ভোলা দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক,কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান’র মৃত্যুতে

মুনীর ভাই : একই ধ্রুবের পথিক

image

খন্দকার মুনীরুজ্জামান, আমাদের মুনীর ভাই শান্তিনগরে যে বাসায় থাকতেন আগে তা ছিল পুরনো আমলের টিনের ঘর। পাশের সরু গলির