• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

 

নৌ অধদফতরের প্রধান প্রকৌশলী নাজমুল কারাগারে

নিউজ আপলোড : ঢাকা , শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

ঘুষের টাকাসহ দুদক টিমের কাছে গ্রেফতার হওয়া নৌ পরিবহন অধিদফতরের সেই আলোচিত প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার (১৩ এপ্রিল) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠায় আদালত। বৃহস্পতিবার বিকেলে ঘুষের ১৫ লাখ টাকার প্রথম কিস্তি ৫ লাখ টাকা নেয়ার সময় হাতেনাতে নাজমুলকে গ্রেফতার করে দুদকের ফাঁদ টিম। ওই টিমের নেতৃত্বে ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। গ্রেফতার পর নাজমুলকে রমনা থানায় আটক রেখে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, নাজমুল হককে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ। অবশ্য নাজমুল হকের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী রফিকুল ইসালাম। দুদকের পক্ষে আবুল হাসান জামিনের বিরোধিতা করেন।

দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অফ সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে অবহিত করেন। এরপর দুদক সব বিধিবিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় সেগুন হোটেলে বসে ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা নিচ্ছিলেন, তখন ওঁৎ পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলার পর তাকে রমনা থানায় রাখা হয়।

দুদক সূত্র জানায়, নৌ পরিবহনের শিপ সার্ভেয়ার এবং পরীক্ষক ড. এসএম নাজমুলের অবৈধ সম্পদের খোঁজে ২০১৪ থেকে অনুসন্ধান করে আসছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সর্বশেষ গত বছরের দুদকের অনুসন্ধানে আলোচিত প্রকৌশলী এসএম নাজমুল হকের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য পেয়েছিল অনুসন্ধান টিম। এর আগে তিনি তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ধামাচাপা দিয়েছিলেন। সর্বশেষ অনুসন্ধানে বেরিয়ে আসে এসএম নাজমুল নিজ নামে ছাড়াও স্ত্রীসহ স্বজনদের নামে বেনামে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন। ওই অভিযোগ থাকা অবস্থায় দুদকের অনুসন্ধানের মধ্যেই গত বছরের ১৮ জুলাই নৌ পরিবহনের সাবেক প্রধান প্রকৌশলী ফকরুল ইসলাম নিজ দফতরে ৫ লাখ টাকা ঘুষসহ গ্রেফতার হয়। ওই ঘটনায় মামলা হলে ফকরুল ইসলাম জেলে যায়। জেলে থাকাকালীন নৌপরিবহন অধিদফতরের ভারপ্রাপ্ত প্রকৌশলীর দায়িত্ব পান এসএম নাজমুল। ভারপ্রাপ্ত প্রকৌশলীর দায়িত্ব পেলেও এসএম নাজমুল নিজে প্রধান প্রকৌশলী হিসেবে পরিচয় দিত। এক পর্যায়ে তাকে ২০ জুলাই পরিপত্র জারির মাধ্যমে নাজমুল হক প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান। প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়ে সমুদ্র পরিবহন অধিদফতরের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেন নাজমুল হক। অভিযোগ রয়েছে, সমুদ্র পরিবহন অধিদফতর যা পরে নৌ পরিবহন অধিদফতরে নামকরণ হয় সেখানে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলেন নাজমুল। শিপের নকশা অনুমোদন থেকে শুরু করে চলাচলে অনুমতি নিতে এসএম নাজমুলকে মোটা অঙ্কের ঘুষ দিতে হতো নৌযান মালিকদের। টাকা ছাড়া কোন ফাইলে স্বাক্ষর করতেন না নাজমুল। সাবেক প্রধান প্রকৌশলীকে ঘুষসহ গ্রেফতারের নেপথ্যে নাজমুলের ভূমিকা ছিল। নাজমুলই লোকজন দিয়ে সাবেক প্রধান প্রকৌশলী ফকরুল ইসলামকে ঘুষের ফাঁদে ফেলেন। এর পর বরখাস্ত করার নেপথ্যে নাজমুলের মূল ভূমিকা ছিল। কারণ ফকরুল ইসলামকে সরিয়ে ওই চেয়ারে বসতে চেয়েছিলেন নাজমুল। এ জন্য ঘুষের ঘটনা সাজিয়ে ফকরুলকে গ্রেফতার করানো হয়।

আরও পড়ুন : নৌপরিবহনের প্রধান প্রকৌশলী ঘুষের টাকাসহ গ্রেফতার

তদন্ত কর্মকর্তা জবাব দিতে পারেননি কি কারণে মোজাম্মেলকে গ্রেফতার দেখানো হবে

নিজস্ব বার্তা পরিবেশক

image

চাঁদাবাজির মামলার পর যাত্রীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী কিভাবে

হাতিরঝিলের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা সব অবৈধ স্থাপনা

আলোকচিত্রী ড. শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার আদেশ

নিজস্ব বার্তা পরিবেশক

image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাবিধি

sangbad ad

যুদ্ধাপরাধে ৩৫তম রায়ের অপেক্ষা

image

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ৩৫ তম রায় অপেক্ষমান

গুজবের মামলায় গ্রেফতার ফারিয়া তিনদিনের রিমান্ডে

নিজস্ব বার্তা পরিবেশক

image

নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার কফিশপ মালিক ফারিয়া মাহজবিনকে

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুমা রিমান্ডে

আদালত বার্তা পরিবেশক

image

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ এনে করা মামলায় এবার পুলিশ রিমান্ডে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহার লুমাকে। সিরাজগঞ্জ

কারাগার থেকে মুক্তি পেলেন হাসনাত করিম

নিজস্ব বার্তা পরিবেশক

image

কারাগার থেকে ছাড়া পেলেন রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলায় গ্রেফতার

জাবালে নূরের মালিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আদালত বার্তা পরিবেশক

image

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনায় গ্রেফতার জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক

ড. অহিদুজ্জামানের ভিসি পদে থাকা নিয়ে রিট খারিজ

নিজস্ব বার্তা পরিবেশক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে থাকা নিয়ে

sangbad ad