লকডাউনে যুক্তরাজ্যে কোভিড সংক্রমণ ৩০ শতাংশ কমেছে
নিউজ আপলোড : ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২০

সর্বশেষ লকডাউন দেওয়ার পর যুক্তরাজ্যে কোভিড সংক্রমণের হার তিন ভাগের এক ভাগ কমেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সমীক্ষায় এ চিত্র পাওয়া গেছে। তারা সম্প্রতি এক লাখের বেশি মানুষের করোনা টেস্ট করে তার ফলের ভিত্তিতে এ তথ্য দিয়েছে। টেস্টগুলো তারা করেছে ১৩-১৪ নভেম্বর। সরকার লকডাউন দেয় ৫ নভেম্বর।
সমীক্ষাটিতে দেখা যাচ্ছে, সংক্রমণ বেশি ছিল এমন অনেকগুলো জায়গাতেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে দেশের করোনা পরিস্থিতি এখন খারাপ বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ প্রেক্ষিতে করোনা নিয়ন্ত্রণের গৃহীত পদক্ষেপগুলো চালিয়ে যাওয়ার কথা বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
সমীক্ষায় আরো জানা যাচ্ছে, করোনা সংক্রমণ বৃদ্ধির হারও কমে এসেছে ১ শতাংশের নিচে। দশমিক ৮৮।
রিয়্যাক্ট-১ স্টাডি নামের ইম্পেরিয়ালের এই সমীক্ষাটি সে দেশে নির্ভরযোগ্য বলে বিবেচিত বলে জানিয়েছে বিবিসি।
এর আগে অক্টোবরের শেষদিকে যখন তারা সমীক্ষাটি চালিয়েছিল, তখন সংক্রমণের হার বাড়ছিল। প্রতি নয়দিনে দ্বিগুণ হচ্ছিল সংক্রমিতের মোট সংখ্যা।
এখন দেখা যাচ্ছে, সংক্রমণ যে হারে বাড়ছে, সে তুলনায় কমছে না। এই হারে কমলে অর্ধেকে নামতে ৩৭ দিন লাগবে।
তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে সংক্রমণ অর্ধেকে নেমে এসেছে। এখানে পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল।
বর্তমানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইস্ট মিডল্যান্ড এবং ওয়েস্ট মিডল্যান্ডে।
সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা এখনো অনেক, প্রতি ১০০ জনে ১ জন আক্রান্ত। সেপ্টেম্বরে আবার যখন করোনা সংক্রমণ বাড়তে শুরু করে তখনকার তুলনায় এখন সংখ্যাটি দ্বিগুণ।
সমীক্ষায় জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসরত এশীয়, দরিদ্র এলাকাগুলোর অধিবাসীরা এবং যাদের পরিবার বড়, তারা সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, লকডাউনের আগে প্রতি ১০ হাজারে আক্রান্ত ছিলেন ১৩২ জন। লকডাউনের পরে, বর্তমানে ৯৬ জন।
এখন প্রতিদিন দেশটিতে মোট ৭২ হাজার নতুন করে সংক্রমিত হচ্ছেন। অক্টোবরের শেষদিকে প্রতিদিন আক্রান্ত হচ্ছিলেন এক লাখের বেশি।
ইম্পেরিয়াল কলেজের চালানো এই সমীক্ষায় নেতৃত্বদানকারী প্রফেসর পল এলিয়ট বলেন তথ্যে আশাব্যঞ্জক চিত্র পাওয়া যাচ্ছে।
“এতে বোঝা যাচ্ছে, সরকার যে পরিস্থিতির ওপর ভিত্তি করে পর্যায়ক্রমিক নিয়ন্ত্রণ আরোপ করেছে, তা বিশেষ করে সবচেয়ে আক্রান্ত এলাকাগুলোয় সংক্রমণ হ্রাসে সহায়ক হয়েছে।
তবে করোনা পরিস্থিতির এই উন্নতি দেখা গেলেও সতর্কতার পরামর্শ দিয়েছেন সেখানকার ওপেন ইউনিভার্সিটির পরিসংখ্যানের অধ্যাপক কেভিন ম্যাককোনওয়ে। তিনি বলছেন, ঠিকঠাক এগোচ্ছে ঠিকই, কিন্তু খারাপ সময়ের কোনটা শেষ আর কোনটা শুরু তা বোঝার মতো পরিস্থিতিতে তো আমরা নেই। “ফলে সতর্কতার কোনো বিকল্প নেই,” বলেন তিনি।
-
যুবরাজ সালমানের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা
সংবাদ অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে আলোচিত সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির একটি আদালতে মামলা হয়েছে।
-
চীনে শীর্ষ ধনীর মুকুট হারালেন জ্যাক মা
সংবাদ অনলাইন ডেস্ক
আলিবাবা ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা চীনের সর্বোচ্চ ধনীর খেতাব হারিয়েছেন । মঙ্গলবার প্রকাশিত তালিকায় এমনটা দেখা গেছে।
-
বিশ্বে ২০৫০ সাল নাগাদ ৪ জনের একজন শ্রবণ সমস্যায় ভুগবে:বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংবাদ অনলাইন ডেস্ক
বিশ্বে ২০৫০ সাল নাগাদ চারজনের মধ্যে একজন শ্রবণ সমস্যায় ভুগতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে।

-
চীন পায়ুপথে করোনা পরীক্ষা করাচ্ছে, বন্ধ করতে বলল জাপান
সংবাদ অনলাইন ডেস্ক
সম্প্রতি চীনে প্রবেশ করা জাপানি নাগরিকদের পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধ করতে আহ্বান জানিয়েছে টোকিও। পায়ুপথ থেকে নমুনা সংগ্রহ করে কিছু ক্ষেত্রে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা চালিয়েছে চীন। তাই অনেকে অভিযোগ করেছেন, পায়ুপথে পরীক্ষার কারণে তারা ‘মানসিকভাবে বিপর্যস্ত’ হয়েছে।
-
অসুস্থ যাত্রীকে বাঁচাতে ভারতের বিমান পাকিস্তানে নামলো
সংবাদ অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারতের লখনৌ যাওয়ার পথে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট।
-
সৌদি যুবরাজকে ছাড় দিচ্ছে বাইডেন প্রশাসন
সংবাদ অনলাইন ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগি হত্যার মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন
-
মায়ানমারে সেনা শাসন বিরোধী বিক্ষোভকারীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সংবাদ অনলাইন ডেস্ক
আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জান্তা সরকারের আলোচনার আগে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের
-
২০৫০ সালে বিশ্বের ২৫ শতাংশ মানুষ শ্রবণ সমস্যায় ভুগবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংবাদ অনলাইন ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এই সতর্কতার কথা বলা হয়েছে যে
-
নাইরেজিয়ার ৩ শ’ অপহৃত স্কুলছাত্রী মুক্তি পেয়েছে
সংবাদ অনলাইন ডেস্ক
অপহৃত ৩ শ’ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে নাইজেরিয়ার অপহরণকারীরা। জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লিকে