• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

 

মার্কিন সেনা প্রত্যাহার করলেই আলোচনা - আফগান সরকারকে তালেবান

নিউজ আপলোড : ঢাকা , রোববার, ২৮ জুলাই ২০১৯

সংবাদ :
  • সংবাদ ডেস্ক
image

আগামী মাসেই তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে আফগানিস্তান কর্তৃপক্ষ। আগামী দুই সপ্তাহের মধ্যে ইউরোপের একটি দেশে তালেবানের সঙ্গে সরকার আলোচনায় বসবে বলে শনিবার (২৭ জুলাই) ঘোষণা দিয়েছেন দেশটির শান্তি আলোচনা বিষয়ক প্রতিমন্ত্রী আবদুল সালাম রাহিমি। এদিকে তার এমন ঘোষণার পরদিন রোববার (২৮ জুলাই) তালেবানের পক্ষ থেকে এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না মার্কিন সরকার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন না তারা। পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরকারের আলোচনায় বসার পরিকল্পনা সংক্রান্ত বিবৃতিটিও প্রত্যাখ্যান করেছে দেশটির সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠী।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের শান্তি আলোচনা বিষয়ক প্রতিমন্ত্রী আবদুল সালাম রাহিমি দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শনিবার দেয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী সালাম বলেন, তালেবানের সঙ্গে আলোচনার জন্য সরকারের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চূড়ান্ত করা হয়েছে। এ দলে আলেম, নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবেন। তবে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয় থেকে তার এমন দাবিকে প্রত্যাখ্যান করে রোববার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তার সেনা প্রত্যাহার সংক্রান্ত চুক্তি সম্পাদন করার পরই আমরা আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারি। শাহিন আরও বলেন, বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা মাত্রই আন্তঃআফগান সংলাপ শুরু হবে।’ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে সালাম আফগানিস্তান নামের এক রেডিওতে এ শান্তি আলোচনার খবর জানানো হয়। ওতে বলা হয়, জার্মানিতে এ আলোচনা অনুষ্ঠিত হবে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইতোপূর্বে কাতারের সঙ্গে মিলে দোহায় একটি আন্তঃ আফগান সংলাপের আয়োজন করে জার্মানি। সুশীল সমাজের প্রতিনিধি, তালেবান ও আফগান কর্মকর্তারা ওতে অংশ নেন। চলতি মাসের শুরুর দিকে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তির রোডম্যাপে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। কাতারে অনুষ্ঠিত সংলাপে প্রথমবারের মতো আফগানিস্তান সরকারের কর্মকর্তাদের উপস্থিতিতে এমন সম্মতি মেলে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বাধ্যতামূলক নয় এমন চুক্তিতে বেসামরিক নাগরিক হতাহত বন্ধ এবং ইসলামী কাঠামোর মধ্যে নারী অধিকার সুরক্ষায় সম্মত হয়েছে এ দুই পক্ষ (তালেবান-আফগান সরাকার)। এর পাশাপাশি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা চূড়ান্ত করতে আরও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

অপরদিকে কাতারে আফগান কর্মকর্তাদের সঙ্গে তালেবানের সাম্প্রতিক বৈঠককে বড় ধরনের সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত জালমাই খলিলজাদ। শান্তির রোডম্যাপের শর্তের মধ্যে রয়েছে, বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসন এবং আঞ্চলিক শক্তিগুলোর কোনও প্রভাব না থাকা। ওই বৈঠক শেষে দুই পক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান নিজ দেশের মধ্যে আর কোনও যুদ্ধ দেখতে চায় না। আর সমাজের বিভিন্ন পর্যায়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ চুক্তি অত্যাবশ্যক ও খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের হিসাব মতে, গত পাঁচ বছরে আফগানিস্তানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর ৪৫ হাজার সদস্য নিহত হয়েছে। আর চলতি বছরের প্রথম তিন মাসে ৫৮১ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ১২ হাজার আহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে সশস্ত্র এ গোষ্ঠীটি। দীর্ঘ যুদ্ধ অবসানের পর প্রথমবারের মতো গত বছরের জুনে কাতারে তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা চূড়ান্ত হওয়ার আগে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি জানিয়ে আসছিল তালেবান।

কেননা, আফগান সরকারকে তারা যুক্তরাষ্ট্রের পুতুল মনে করে। তালেবানের দাবি, যুক্তরাষ্ট্রের নির্দেশনার বাইরে কিছুই বলতে পারে না আফগান সরকার। ফলে তাদের সঙ্গে আলোচনা অর্থহীন। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনুরোধে তারা সরকারের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে।

ইরানের বিরুদ্ধে ভূগর্ভস্থ স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ জাতিসংঘের

সংবাদ ডেস্ক

image

ইরানের বিরুদ্ধে দেশটির ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ফোরদু’তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর অভিযোগ করেছে জাতিসংঘ। ১১ নভেম্বর

বাবরি মসজিদ মামলার রায়ের পর শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান মোদির

সংবাদ ডেস্ক

image

ভারতের অযোধ্যার বাবরি মসজিদ মামলায় সুপ্রিমকোর্টের রায়ের পর শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

ইরাকে নিহত ১৩

সংবাদ ডেস্ক

image

ইরাকের রাজধানী বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ-মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৩ জন বিক্ষোভকারী

sangbad ad

পৃথিবী ‘জরুরি অবস্থার’ মুখোমুখি

সংবাদ ডেস্ক

image

ধারাবাহিতভাবে জলবায়ু পরিবর্তনের জেরে পৃথিবী এখন জরুরি অবস্থার মুখোমুখি রয়েছে। সম্প্রতি এ সতর্কবার্তা দিয়ে একটি গবেষণা

আপিলেও হারলেন ট্রাম্প

সংবাদ ডেস্ক

image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর বিবরণী চেয়ে ম্যানহাটনের এক অ্যাটর্নির কার্যালয়ের

দিল্লিতে গাড়ি চলছে ‘জোড়-বিজোড়’ নিয়মে

সংবাদ ডেস্ক

image

বায়ুদূষণের অতি বিপজ্জনক মাত্রা মোকাবিলায় রাস্তায় চলাচলরত গাড়ি নিয়ন্ত্রণে জোড়-বেজোড় পদ্ধতি (রোড রেশন স্কিম) গ্রহণ করেছে

ব্রেক্সিট ইস্যুতে কোণঠাসা জনসন

সংবাদ ডেস্ক

image

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করায় আরও কোণঠাসা হয়ে পড়ছেন ব্রিটিশ

মার্কিন অভিযানে আইএসপ্রধান বাগদাদি ‘নিহত’!

সংবাদ ডেস্ক

image

ইরাকে জন্ম নেয়া ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু বকর আল বাগদাদি সম্ভবত মারা গেছেন।

বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার হংকংয়ের

সংবাদ ডেস্ক

image

চীনের মূল ভূখণ্ডে প্রত্যর্পণের সুযোগ রেখে প্রস্তাবিত বিলটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে হংকংয়ের আইনসভা। বুধবার (২৩ অক্টোবর)

sangbad ad