• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২০

 

আক্রান্ত ৬৮ লাখ

করোনায় বিশ্বে প্রাণহানি প্রায় ৪ লাখ

সুস্থ্য ৩৩ লাখ

নিউজ আপলোড : ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২০

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

বিশ্বের মানচিত্রে করোনাভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ডিসেম্বরের শেষে চীনের উহানে শুরু হওয়া করোনার সংক্রমণ বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনায় এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে ৬৮ লাখ ৫০ হাজার ৬১২ জন মানুষ। মৃত্যু হয়েছে প্রায় চার লাখ (৩ লাখ ৯৮ হাজার ২৪৪ জন) মানুষের। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৫১ হাজার ২৪৯ জন মানুষ।

করোনা সংক্রমণের শীর্ষ ১০ দেশের তালিকায় যথাক্রমে রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ভারত, ইতালি, পেরু, জার্মানি ও তুরস্ক। মৃত্যুর হিসেবে শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, ইতালি ও ফ্রান্স। বাংলাদেশ রয়েছে সংক্রমণ তালিকার ২১ নম্বরে।

করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যান প্রদানকারী নির্ভরযোগ্য সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে শনিবার (৫ জুন) বাংলাদেশ সময় বেলা ১১ টায় সংগৃহীত তথ্যানুযায়ি, সংক্রমণ তালিকার ১১ থেকে ১৫ নম্বর অবস্থানে আছে যথাক্রমে ইরান, ফ্রান্স, চিলি, মেস্কিকো ও সৌদি আরব। ১৬ থেকে ২০ নম্বর অবস্থানে রয়েছে যথাক্রমে, কানাডা, পাকিস্তান, চায়না, কাতার ও বাংলাদেশ।

এখনো কার্যকর কোন প্রতিষেধক (ভ্যাকসিন) আবিস্কার না হওয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানীসহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো প্রাণঘাতি এ ভাইরাসটির সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ৭০৮ জন মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৩৯০ জনের। আক্রান্তের হিসেবে মৃত্যুর হার ১৩ শতাংশ। আয়তনে চতুর্থ এবং জনসংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি ভাইরাসটি প্রতিরোধে হিমশিম খাচ্ছে। প্রায় ৯৩ লাখ ৩৭ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দেশ যুক্তরাষ্ট্র ৩৩ কোটি মানুষের বসবাস। দেশটিতে করোনা শনাক্তের জন্য মোট ২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৮ হাজার ৬৪৬ জন মানুষ।

সংক্রমণ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার ৬, মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৭ জনের। তৃতীয় স্থানে অবস্থানরত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৮৩৪, মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২৮ জনের।

স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৫৮, মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৪ জনের। যুক্তরাজ্যে (ব্রিটেন) আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩১১ , মৃত্যু হয়েছে ৪০ হাজার ২২৬ জনের।

সংকমণ তালিকার ৬ নম্বরে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭৮১, মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪৯ জনের। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৩১, মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪০০, মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬২ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪১৪, মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৬৩ জনের। তালিকার দশ নম্বরে থাকা তুরস্কে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৩৪০, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪৮ জনের।

করোনার উৎসস্থল চীন চলে গেছে সংক্রমণ তালিকার ১৮ নম্বরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩০, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩২৯ জন।

সংক্রমণ তালিকার ২০ নম্বরে উঠে আসা বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১, মৃত্যু হয়েছে ৮১১ জনের। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১৬ কোটির বেশী মানুষের এই দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণকে পার্ল হারবার এবং টুইন টাওয়ারে হামলার চেয়েও মারাত্মক বলে মন্তব্য করেছেন। ট্রাম্প ও তার মিত্ররা করোনা মাহামারীর জন্য সরাসরি চীনকে দায়ী করছে। তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। নভেল (নতুন) করোনাভাইরাসের উৎস চীনের গবেষণাগার নাকি প্রাকৃতিকভাবেই এর উৎপত্তি; বিষয়টি তদন্ত করে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে একজোট হওয়া একশ’রও বেশী দেশের জোরালো দাবির মুখে তাতে সম্মত হয়েছে চীন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তদন্তটি বিশ্ব স্বাস্থ সংস্থার নেতৃত্বে হওয়া প্রয়োজন।

পাঁচ মাসে প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণে থমকে গেছে গোটা বিশ্ব। লকডাউনে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সংক্রমণ কিছুট নিয়ন্ত্রণে আসায় কয়েকটি দেশ এবং জীবন ও জীবিকার তাগিদে বেশ কিছু দেশ লকডাউন শিথিল করেছে। এই পরিপ্রেক্ষিতে কয়েকটি দেশে সংক্রমণ আবার বেড়েছে।

ভারতে সেনাদের ৮৯ অ্যাপ ডিলিটের নির্দেশ

সংবাদ অনলাইন ডেস্ক

image

ভারতের সেনা সদস্য ও কর্মকর্তাদের আগামী ১৫ জুলাইর মধ্যে মোবাইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রামসহ ৮৯টি অ্যাপ ডিলিট করার জন্য আদেশ দেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতাই কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করেছে - রাবাব ফাতিমা

সংবাদ অনলাইন ডেস্ক

image

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশ কোভিড-১৯ মহামারি মোকাবিলায় কাজে লাগিয়েছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘে চলমান উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ)-এর এক ভার্চুয়াল সাইড ইভেন্টে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

আটকে গেল ইসলামাবাদের প্রথম হিন্দু মন্দির

সংবাদ অনলাইন ডেস্ক

image

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের জন্য নির্মিতব্য প্রথম মন্দির বাধার মুখে আটকে গেল। রাজধানী

sangbad ad

ভুবনজুড়ে ‘ফাঁদ’ পেতেছে চীন

সংবাদ অনলাইন ডেস্ক

image

অভিযোগ তথ্য পাচারের সম্ভাবনার। অভিযোগটা উঠেছে হুয়াওয়ের বিরুদ্ধে। তুলেছে বর্তমানে চীনের ‘বড়

ভ্যাকসিন আবিষ্কার হলেও সহসায় ফিরবে না স্বাভাবিক জীবন : জেঅ্যান্ডজে সিইও

সংবাদ অনলাইন ডেস্ক

image

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে কোনো ভ্যাকসিন চলে আসতে পারে। এ

ভারতে সাপের কামড়ে দশ লাখের বেশি মানুষের মৃত্যু

সংবাদ অনলাইন ডেস্ক

image

ভারতে গত বিশ বছরে ১২ লাখ মানুষ সাপের কামড়ে মারা গেছে বলে নতুন এক গবেষণার ফলাফলে জানা গেছে। গবেষণার জরিপে বলা হয়েছে সাপের কামড়ে মৃতের প্রায় অর্ধেকের বয়স ৩০ থেকে

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

সংবাদ অনলাইন ডেস্ক

image

মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালীন অসুস্থ হওয়ার পর মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি। সম্প্রতি তিনি ফ্রান্সে হার্টের চিকিৎসা করিয়েছিলেন। অক্টোবরের প্রেসিডেন্ট

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড, এমআইটির মামলা

সংবাদ অনলাইন ডেস্ক

image

অনলাইন কোর্সের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র- ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তে বাধ

করোনার টিকা দৌড়ে এগিয়ে চীন

সংবাদ অনলাইন ডেস্ক

image

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকা া তৈরির পথে আরো এগোলো চীন। চীনের সিনোভাক

sangbad ad