• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০

 

করোনায় বিশ্বে আক্রান্ত ১ কোটি ২৬ লাখ মানুষ

মৃত্যু ৫ লাখ ৬২ হাজার

নিউজ আপলোড : ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২০

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

বিশ্বের মানচিত্রে করোনাভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ডিসেম্বরের শেষে চীনের উহানে শুরু হওয়া করোনার সংক্রমণ বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। এখনো কার্যকর কোন প্রতিষেধক (ভ্যাকসিন) আবিস্কার না হওয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানীসহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো প্রাণঘাতি এ ভাইরাসটির সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। ঠেকানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর মিছিল।

করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যান প্রদানকারী নির্ভরযোগ্য সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে শুনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭ টায় সংগৃহীত তথ্যানুযায়ি, বিশ্বেজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সংখ্যা ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার ১৫০ জন। মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৬২ হাজার ৭৬৯ জন। করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ লাখ ৩৩ হাজার ৩৮ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোরই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র; এরপর ব্রাজিলের অবস্থান। সংক্রমণে তিন থেকে পাঁচ নম্বরে আছে যথাক্রমে ভারত, রাশিয়া ও পেরু। মৃত্যু তালিকায় তিন থেকে পাঁচ নম্বরে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি ও মেক্সিকোর অবস্থান। সংক্রমণ তালিকার ১৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ; করোনার উৎসস্থল চীন নেমে গেছে সংক্রমণ তালিকার ২৩ নম্বরে।

বিশ্বে করোনা সংক্রমণের শীর্ষ তালিকার ৬ থেকে ১০ নম্বরে যথাক্রমে রয়েছে- চিলি, স্পেন, মেক্সিকো, যুক্তরাজ্য ও ইরান। ১১ থেকে ১৫ নম্বর অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইতালি, সৌদি আরব ও তুরস্ক। ১৬ থেকে ২০ নম্বরে আছে যথাক্রমে জার্মানি, বাংলাদেশ, ফ্রান্স, কলম্বিয়া ও কানাডা।

উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৯১ হাজার ৯৯৯ জন মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৭১ জনের। আয়তনে চতুর্থ এবং জনসংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি ভাইরাসটি প্রতিরোধে হিমশিম খাচ্ছে। প্রায় ৯৩ লাখ ৩৭ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দেশ যুক্তরাষ্ট্র ৩৩ কোটি মানুষের বসবাস। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৯৪ হাজার ৬২০ জন মানুষ।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৪ হাজার ৩৩৮, মৃত্যু হয়েছে ৬০ হাজার ৫২৪ জনের।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৬০৩, মৃত্যু হয়েছে ২২ হাজার ১৪৪ জনের।

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৩ হাজার ৯৩৬, মৃত্যু হয়েছে ১১ হাজার ১৭ জনের।

পেরুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৬৪৬, মৃত্যু হয়েছে ১১ হাজার ৫০০ জনের।

চিলিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ২৭৪, মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৮ জনের।

স্পেনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৮৮, মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪০৩ জনের।

মেক্সিকো আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ১৭৪, মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১৯১ জনের।

যুক্তরাজ্যে (ব্রিটেন) আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ১৩৩, মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৬৫০ জনের।

ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৭২০, মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৪৭ জনের।

বাংলাদেশ আছে সংক্রমণ তালিকার ১৭ নম্বরে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৭৫ জনের। সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

করোনার উৎসস্থল চীন চলে গেছে সংক্রমণ তালিকার ২৩ নম্বরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৮৭, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৬২৩ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণকে পার্ল হারবার এবং টুইন টাওয়ারে হামলার চেয়েও মারাত্মক বলে মন্তব্য করেছেন। ট্রাম্প ও তার মিত্ররা করোনা মাহামারীর জন্য সরাসরি চীনকে দায়ী করছে। তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

নভেল (নতুন) করোনাভাইরাসের উৎস চীনের গবেষণাগার নাকি প্রাকৃতিকভাবেই এর উৎপত্তি; বিষয়টি তদন্ত করে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে একজোট হওয়া একশ’রও বেশী দেশের জোরালো দাবির মুখে তাতে সম্মত হয়েছে চীন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তদন্তটি বিশ্ব স্বাস্থ সংস্থার নেতৃত্বে হওয়া প্রয়োজন।

পাঁচ মাসে প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণে থমকে গেছে গোটা বিশ্ব। লকডাউনে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সংক্রমণ কিছুট নিয়ন্ত্রণে আসায় কয়েকটি দেশ এবং জীবন ও জীবিকার তাগিদে বেশ কিছু দেশ লকডাউন শিথিল করেছে। এই পরিপ্রেক্ষিতে কয়েকটি দেশে সংক্রমণ আবার বেড়েছে। করোনার সংক্রমণ রোধে খুব সতর্কতার সঙ্গে লকডাউন এবং অন্যান্য বিধি-নিষেধ ধারাবাহিকভাবে শিথিল করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

উন্নত দেশগুলো করোনার ভ্যাকসিন আবিস্কারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। চলছে পরীক্ষামূলক প্রয়োগ। তবে ভ্যাকসিন আবিস্কারের বিগত পরিসংখ্যান বলছে, নতুন কোন ভাইরাস নিয়ন্ত্রণে বা নির্মূলে কার্যকার ভ্যাকসিন আবিস্কার করতে ৬ থেকে ১২ মাস সময় লাগে। সে ক্ষেত্রে প্রমাণিত প্রতিষেধক বাজারে পেতে বিশ্ববাসীকে আগামী (২০২১) বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

ট্রাম্পের ব্রিফিংকালে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি

সংবাদ ডেস্ক

image

ট্রাম্পের ব্রিফিংকালে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে এই ঘটনা ঘটেছে। তবে তাকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি, সিএনএন।

বৈরুতে বিস্ফোরণের পর লেবানন সরকারের পদত্যাগ

নিজস্ব বার্তা পরিবেশক

image

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় জনরোষের মুখে ক্ষমতা ছাড়ল লেবানন সরকার। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তার সরকারের পদত্যাগ ঘোষণা করেন।

হংকং সংবাদমাধ্যমে বিতর্কিত নিরাপত্তা আইনে লাই গ্রেফতার

image

হংকংয়ে জিমি লাইকে নতুন নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব ও টাইকুন ব্যবসায়ী

sangbad ad

বাংলাদেশের খাদ্য ওষুধ লেবাননে পৌঁছেছে

সংবাদ ডেস্ক

image

লেবাননের রাজধানী বৈরুতে জোরা বিস্ফোরণে হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৯ টান

যুক্তরাষ্ট্র ও কানাডায় পিয়াজ থেকে ‘সালমোনেলা’র প্রাদুর্ভাব

image

ডায়রিয়া, জ্বর ও পেটব্যথার উপসর্গসহ সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। একটি কোম্পানির সরবরাহ

আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক লড়াই চালাচ্ছে ভারত-পাকিস্তান

সংবাদ অনলাইন ডেস্ক

image

কাশ্মীর প্রসংগ নিয়ে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক লড়াই অব্যাহত রেখেছে ভারত-পাকিস্তান। জাতিসংঘের নিরাপত্তা

বিমস্টেক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে করোনা পরবর্তী সহযোগিতা গুরুত্ব পাবে

সংবাদ অনলাইন ডেস্ক

image

বিমস্টেক-এর পররাষ্ট্র সচিব পর্যায়ের ২১তম সিনিয়র অফিসিয়াল বৈঠক (এসওএম) আগামী ০২ সেপ্টেম্বর

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৪০ হাজার মানুষ

নিজস্ব বার্তা পরিবেশক

image

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ডিসেম্বরের শেষে

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

সংবাদ অনলাইন ডেস্ক

image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন।