• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বুধবার, ২৭ মার্চ ২০১৯

 

ইথিওপীয় বিমান বিধ্বস্ত : দেড় শতাধিক আরোহী নিহতে বিশ্বজুড়ে শোকের ছায়া

নিউজ আপলোড : ঢাকা , সোমবার, ১১ মার্চ ২০১৯

সংবাদ :
  • সংবাদ ডেস্ক
image

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর ধ্বংসাবশেষ -ডেইলি মেইল

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর মৃত্যুর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিধ্বস্ত ওই বিমানটিতে অবস্থান করছিলেন বিশ্বের কমপক্ষে ৩৫টি দেশের নাগরিক। শোকে আচ্ছন্ন এই পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও ফেসবুক, টুইটারসহ অন্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের প্রতি শোক জানানো পাশাপাশি স্বজনহারাদের প্রতি সমবেদনা জানানো অব্যাহত রেখেছেন বিভিন্ন বার্তায়। এদিকে এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন দেশের নেতারা। আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি। ইথিওপিয়ায় আজ (১০ মার্চ রোববার সকালে বিমান বিধ্বস্ত হওয়ায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। এ বিধ্বস্তে নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মকর্তা রয়েছেন। জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলিও জানান, তার সংস্থার কয়েকজন কর্মী ওই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন। সহকর্মী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। বিমান বিধ্বস্তের ঘটনায় কানাডার ১৮ জন নাগরিক নিহত হয়েছেন। এমন দুর্ঘটনায় এক টুইটার বার্তায় শোক জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানান-‘ইথিওপিয়া থেকে ভয়াবহ খবর পেয়েছি। নিহত কানাডীয়সহ ফ্লাইট ইটি৩০২-এ থাকা সব আরোহী ও তাদের পরিবার-বন্ধু-প্রিয়জনদের জন্য শোক জানাচ্ছি।’ বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে আটজন ইতালীয় নাগরিক। ফ্রান্স সরকার জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় আট ফরাসি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে যুক্তরাজ্যের সাত, জার্মানির পাঁচ ও সোমালিয়ার একজন নাগরিক রয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইথিওপীয় বিমান বিধ্বস্তে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ইথিওপিয়ার দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় থেকে দেয়া এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। ১১ মার্চ সোমবার ইথিওপিয়ায় একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়ে যাচ্ছেন। হুসেইন জে. এল আমিন নামে একজন টুইটারে লিখেছেন, ‘ইথিওপিয়ার জনগণ এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় নিহতদের বন্ধু ও স্বজনদের প্রতি শোক প্রকাশ করছি। সত্যিকার অর্থে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করি।’ ১৯৯৬ সালে ইথিওপিয়ার স্বনামধন্য ফটো সাংবাদিক মো আমিন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। রোববার (১০ মার্চ) তার ছেলে সেলিম আমিনও নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। তবে এয়ারলাইন্সটির নিরাপত্তা রেকর্ডের প্রশংসা করেন তিনি। সেলিম বলেন, ‘ইটি৩০২ ফ্লাইটে করে কেনিয়া যাওয়ার পথে যারা জীবন হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। ইটি৯৬১ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় বাবাকে হারানোর কথা আমার মনে আছে। তবে তা ইথিওপিয়ান এয়ারলাইন্সের ত্রুটি নয়।’ তিনি জানান, বাবা মো আমিনকে বহনকারী বিমানটি ছিনতাইয়ের কবলে পড়েছিল এবং পরবর্তীতে তা সাগরে বিধ্বস্ত হয়। ইটি৩০২ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো আরোহীদের একটা বড় অংশ কেনিয়ার নাগরিক। এ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন নাগরিককে হারিয়েছে দেশটি। এর মধ্যে কেনিয়ান ফুটবল ফেডারেশনের সাবেক মহাসচিব হুসেইন সোয়ালেহও রয়েছেন। মিসরে একটি আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ খেলায় ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর নিজ দেশে ফিরছিলেন তিনি। কেনিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নিক মোয়েন্ডার টুইটার বার্তায় জানান, ‘ফুটবলের জন্য দুঃখের দিন।’ সোমবার (১১ মার্চ) কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘের পরিবেশবিষয়ক সম্মেলন হওয়ার কথা ছিল।

সিনেটরকে ডিম নিক্ষেপের কারণ জানালেন সেই সাহসী তরুণ

সংবাদ ডেস্ক

image

নিউজিল্যান্ডের দুটি মসজিদে গুলি করে ৫০ মুসল্লিকে হত্যার জন্য উল্টো মুসলিমদের দায়ী করা অস্ট্রেলীয় এক সিনেটরকে ডিম নিক্ষেপ করে বিশ্বজুড়ে আলোচনায়

সিরিয়ায় আইএস সম্পূর্ণ নির্মূল হয়েছে : হোয়াইট হাউজ

সংবাদ ডেস্ক

image

সিরিয়ায় ইসলামপন্থি জঙ্গিসংগঠন আইএসর (ইসলামিক স্টেট) নিয়ন্ত্রিত আর

শর্তসাপেক্ষে ব্রেক্সিট পেছাতে সম্মত ইইউ

সংবাদ ডেস্ক

image

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি পেছানোর আহ্বানে সাড়া দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তিটি স্থগিত

sangbad ad

স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বন্দুক বিক্রি নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

সংবাদ ডেস্ক

image

নিউজিল্যান্ড সবধরনের স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বন্দুক বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা

হামলায় ব্যবহৃত সেমি-অটোমেটিক অস্ত্র দ্রুত নিষিদ্ধ করা হবে

image

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বৃহস্পতিবার (২১ মার্চ) বলেছেন, ক্রাইস্টচার্চে

শান্তির দেশে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত

সংবাদ ডেস্ক

image

১৫ মার্চ শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এবং

বিশ্বে ইসলামবিদ্বেষের কোন স্থান নেই : ট্রুডো

সংবাদ ডেস্ক

image

বিশ্বে ইসলামবিদ্বেষ ও ঘৃণার কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী

অস্ত্র আইন সংস্কারে একমত নিউজিল্যান্ডের মন্ত্রিপরিষদ

সংবাদ ডেস্ক

image

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা প্রাণহানি ৫০

সংবাদ ডেস্ক

image

ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে

sangbad ad