• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , শনিবার, ৩০ মে ২০২০

 

হোমনায় নারী সাংবাদিক সোনিয়ার খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ আপলোড : ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২০

সংবাদ :
  • প্রতিনিধি হোমনা (কুমিল্লা)
image

কুমিল্লার হোমনা অঞ্চলের একমাত্র প্রতিবাদি নারী সাংবাদিক প্রেসক্লাবের মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া আফরিনের ব্যক্তিগত উদ্যোগে গ্রামের হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে হোমনা প্রেসক্লাবের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার। এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, প্রেসক্লাবের প্রচার সম্পাদক কবি দেলোয়ার।

এরপর বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডেও পশ্চিমপাড়ায় সোনিয়া আফরিনের পৈত্রিক বাসভবনে দ্বিতীয় দফায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু,লবন, তেল ইত্যাদি।

দুঃসময়ে সাংবাদিক সোনিয়া আফরিনের এ খাদ্যসামগ্রী পেয়ে গ্রামের মানুষকেও বেশ আনন্দিত হতে দেখা যায়।

সোনিয়া আফরিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে করোনা মোকাবেলায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমি তারই অনুপ্রেরণায় একজন শিক্ষার্থী ও সাংবাদকর্মী হিসেবে কিছু হতদরিদ্র মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি।

sangbad ad