• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , সোমবার, ২১ মে ২০১৮

 

দশ মাসে প্রবাসী আয় সাড়ে ১৭ শতাংশ বেড়েছে

এপ্রিলে ২১ শতাংশ

নিউজ আপলোড : ঢাকা , শুক্রবার, ০৪ মে ২০১৮

সংবাদ :
  • রোকন মাহমুদ
image

চলতি বছরের শুরু থেকেই বাড়ছে প্রবাসী আয়। সদ্য সমাপ্ত মাসেও এই ধারাবাহিকতা রয়েছে। এপ্রিলে দেশের প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট ১৩২ কোটি ৭১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ কোটি ডলার বা ২১ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট ১০৯ কোটি ২৬ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া যায়।

তথ্যে দেখা যায়, এপ্রিলে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় অর্থবছরের দশ মাসের (জুলাই-এপ্রিল) মোট আয়ও বেড়েছে। এসময় মোট ১ হাজার ২০৮ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৫০ শতাংশ বেশি। গত বছর ১০ মাসে প্রবাসি আয় হয়েছিল ১ হাজার ২৮ কোটি ৭২ লাখ ডলার। মূলত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় রেমিট্যান্স আয়ও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ ব্যাংকের দাবি হুন্ডি প্রতিরোধও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধির একটি কারণ।

এদিকে সার্বিকভাবে বাড়লেও দেশের সবচেয়ে বেশি প্রবাসি আয় আহরণকারী ইসলামী ব্যাংকের আয় কমেছে। মার্চ মাসে যেখানে ব্যাংকটি ২৮.২৫ কোটি ডলার রেমিট্যান্স আয় করেছিল এপ্রিলে এসে দুই কোটি ডলার কমে হয়েছে ২৬.৬১ কোটি ডলার।

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের শুরু থেকে পণ্য আমদানি বাড়ার কারণে বাজারে এখন ডলারের চাহিদা বেশি। সে কারণে ব্যাংকগুলো তাদের নিজেদের প্রয়োজনেই রেমিট্যান্স আনতে বেশি আগ্রহী। অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় মধ্যপ্রাচ্যের প্রবাসিদের আয় ভালো হওয়ায় এবং ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়ার কারণে প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন। এ ছাড়া হুন্ডি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বেশকিছু উদ্যোগও কাজ করেছে।

তথ্যমতে, গত ২০১৬-১৭ অর্থবছরে আগের (২০১৫-১৬) অর্থবছরের তুলনায় প্রায় ১৪.৪৮ শতাংশ কম রেমিট্যান্স আসে। গত মার্চে ১৩০ কোটি ৪ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা এর আগের মাস ফেব্রুয়ারির তুলনায় ১৫ কোটি ডলার বেশি ছিল। এ ছাড়া গত বছরের একই সময়ের তুলনায় ওই মাসে প্রায় ২০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছিল। চলতি অর্থবছরের ৯ মাস পর্যন্ত (জুলাই-মার্চ) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছিল ১৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬৫ লাখ ডলার। যা মার্চে ছিল ৩১ কোটি ৫৮ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এক কোটি নয় লাখ ডলার এসেছে যা মার্চে ছিল এক কোটি ১৩ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৭ কোটি ৫৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে যা মার্চে ছিল ৯৫ কোটি ৯৫ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৪১ লাখ ডলার এসেছে যা মার্চে ছিল ১ কোটি ৩৮ লাখ ডলার। বরাবরের মতো সর্বোচ্চ প্রবাসী আয় আহরণকারী বেসরকারি হিসেবে ইসলামী ব্যাংকের পরে রয়েছে রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক। গত এপ্রিল মাসে ব্যাংকটি রেমিট্যান্স আয় করেছে ১৩ কোটি ডলার। আগের মাসে ছিল ১২ কোটি ৫৫ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ডলার এসেছে।

ব্যাংকিং খাতে বিপর্যয়ের মুখে এবি ব্যাংক

রোকন মাহমুদ

image

জানুয়ারিতে ব্যাংকিং খাতের প্রথম প্রজন্মের প্রতিষ্ঠান আরবণ্ডবাংলাদেশ (এবি)

শিল্প-বাণিজ্যের ২৮ সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

image

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও কারচুপি রোধে তিতাস গ্যাস কোম্পানির বিশেষ পরিদর্শন

ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি গার্মেন্টস শ্রমিকদের

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বছরে ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধিসহ পাঁচটি গ্রেড নির্ধারণ এবং অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬

sangbad ad

চীনা জোটের সঙ্গে চুক্তিতেও ইতিবাচক ধারায় ফেরেনি পুঁজিবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

চীনা জোটের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতেও পতন থামছে না দেশের পুঁজিবাজারে। গত তিন সপ্তাহ

শ্রীমঙ্গল নিলাম কেন্দ্র চা উৎপাদনকারীদের ব্যয় কমাবে : বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চা উৎপাদনকারীদের ব্যয় কমাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ব্যবস্থাপনায় মধ্যম সারির কর্মশক্তি সৃজনে এমসিসিআই’র ‘অগ্রগামী’

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

দেশের মধ্যম সারির ব্যবস্থাপনার সিংহভাগ জনশক্তি এখন বিদেশি। প্রতি বছর দেশের ২২ জন প্রবাসী আয় করে যা দেশে পাঠান তা দেশের বাইরে চলে যায়

নীতিমালার অভাবে ওয়্যারহাউজ খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সহায়ক নীতিমালার অভাবে ওয়্যারহাউজ খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দ্রুত

জনমিতির লভ্যতার লক্ষে সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষিত রেখে দূর করতে হবে মজুরি বৈষম্য

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগামী চার দশক জনমিতির লভ্যতার (ডেমোগ্রাফিক ডিভিডেন্ট) সম্ভাবনার মধ্যে রয়েছে। এসময় শ্রমবাজারে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব বার্তা পরিবেশক

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন ও জাতীয় জীন ব্যাংক প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে

sangbad ad