‘অগ্রজ’ এর দ্বাদশ পর্বে অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও উন্নয়ন চিন্তাবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ
নিউজ আপলোড : ঢাকা , রোববার, ২৪ জানুয়ারী ২০২১

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আয়োজিত ‘অগ্রজ’-এর দ্বাদশ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ ও পরিবেশকর্মী ড. কাজী খলীকুজ্জমান আহমদ। দেশের ব্যাংকিং জগতের সুপরিচিত নাম আনিস এ খানের সঞ্চালনায় পর্বটি অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে অর্থনীতি ও সমাজসেবায় অবদান রাখা অগ্রগণ্য ব্যক্তিত্ব ড. কাজী খলীকুজ্জমান আহমদ। দারিদ্র্য দূরীকরণ, সমাজসেবা, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ এবং সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। ড. কাজী খলীকুজ্জমান আহমদ জন্মগ্রহণ করেন সিলেট জেলায়। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে এমএ সম্পন্ন করে একই বিষয়ে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া লন্ডন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানেও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ড. কাজী খলীকুজ্জমান আহমদ মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলে যুক্ত ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি দীর্ঘ চার দশক ধরে কাজ করছেন উন্নয়ন চিন্তাবিদ ও পরিবেশকর্মী হিসেবে। বাংলাদেশ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বর্তমানে ঢাকা স্কুল অব ইকোনমিকস-এর গভর্নিং কাউন্সিলের সভাপতি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের গভর্নিং বডির চেয়ারম্যান।
জলবায়ু ও পরিবেশ নিয়ে বিশেষভাবে সোচ্চার থেকেছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। পরিবেশ নিয়ে সক্রিয় এই ব্যক্তিত্ব জলবায়ুু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসি)-এ বাংলাদেশের নেগোসিয়েশন টিমের কো-অর্ডিনেটর। তিনি ২০১৫ পূর্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জাতিসংঘের ওপেন ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০০৯ সালে তিনি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন কমিটির সহ-সভাপতি হিসেবে শিক্ষানীতি প্রণয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান আছে। তিনি লেখালেখি ও গবেষণাকর্মেও যুক্ত আছেন। বিভিন্ন বিষয়ে তাঁর লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৪০টি এবং গবেষণা প্রতিবেদনসহ প্রবন্ধের সংখ্যা আড়াই শতাধিক।
পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন-এর সভাপতি হিসেবে তিনি দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে টেকসই ও মানবিক উন্নয়নের উপর বিশেষ জোর দেন। দারিদ্র্য দূরীকরণে ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
উল্লেখ্য, ‘অগ্রজ’ একটি ওয়েবিনার সিরিজ যা প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার আইপিডিসি’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্বই অতিথিদের ব্যক্তিগত ও পেশাদারি জীবনের নানা বিষয় দর্শকদের সামনে তুলে আনে। অনুষ্ঠানটির সঞ্চালক আনিস এ খান প্রায় চার দশক ধরে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার পর সম্প্রতি এই খাত থেকে অবসর গ্রহণ করেন। লাইভ এই অনুষ্ঠানটি রেকর্ডকৃত রূপে আইপিডিসি’র ফেসবুক পেজ, আইপডিসি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও www.ogroj.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
-
স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালান জমা নেবে সব ব্যাংক
অর্থনৈতিক বার্তা পরিবেশক
রাজস্ব আয় বৃদ্ধি ও গ্রাহক হয়রানি কমাতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালান জমা নেবে সব স্থানীয় তফসিলি ব্যাংক।
-
ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ
সংবাদ অনলাইন ডেস্ক
বাংলাদেশী ফটোগ্রাফি প্রেমীদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। অপোর
-
ভোজ্যতেলে অগ্রিম কর প্রত্যাহার
অর্থনৈতিক বার্তা পরিবেশক
রমজান মাসে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সয়াবিন ও পাম তেল আমদানিতে ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে।

-
শেয়ারবাজারে বড় পতন
অর্থনৈতিক বার্তা পরিবেশক
৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) বড় পতন হয়েছে শেয়ারবাজারে।
-
পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই
অর্থনৈতিক বার্তা পরিবেশক
দেশে নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।
-
ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার
সংবাদ অনলাইন ডেস্ক
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
-
লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
সংবাদ অনলাইন ডেস্ক
দেশে করোনা সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে কঠোর ও সর্বাত্মক লকডাউন। এ সময়ে সেবা খাতের মতো দেশের সব পোশাক কারখানা খোলা রাখতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ইএবি।
-
জিডিপিতে করের অবদান বৃদ্ধিতে গুরুত্বারোপ
অর্থনৈতিক বার্তা পরিবেশক
জিডিপিতে করের অবদান বৃদ্ধি করতে নানা উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
-
শেয়ারবাজার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
অর্থনৈতিক বার্তা পরিবেশক
গত সপ্তাহে পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। গত সপ্তাহে পুঁজিবাজারে ৪৬২ কোটি টাকার লেনদেন বেড়েছে।