• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯

 

সূচকের উত্থানেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিউজ আপলোড : ঢাকা , রোববার, ০৯ জুন ২০১৯

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
image

ঈদপরবর্তী প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের উত্থানেও উভয় বাজারেই কমেছে লেনদেন। ৯ জুন রোববার উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২০ ও ১৮৮৯ পয়েন্টে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকা। যা আগের কার্যদিবস থেকে ১২১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৫ কোটি টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ১৭১টির বা ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২৫টি বা ৩৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ২৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ওঠে আসে ইস্টার্ন হাউজিং। লেনদেনের শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন কেবলস, নিউ লাইন ক্লোথিংস, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ সাবমেরিন কেবস, ফাস ফাইন্যান্স, ফরচুন এবং খুলনা পাওয়ার।

ডিএসইতে রোববার দরপতনের তালিকার শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ২২ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১৫ লাখ ৩৭ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা স্ট্যান্ডার্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৪ লাখ ৮৩ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০ লাখ ৫৮ হাজার টাকা। এনসিসি ব্যাংক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২১৩ বারে ৫ লাখ ৯২ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ লাখ ৫২ হাজার টাকা। এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- শাহজালাল ইসলামী ব্যাংক, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, নিউ লাইন ক্লোথিংস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও কে অ্যান্ড কিউ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। সিএসইতে রোববার ৪১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে টাকার অঙ্কে লেনদেন হয়েছিল ৪২ কোটি ১ লাখ টাকা। সেই হিসাবে রোববার সিএসইতে লেনদেন কমেছে ৪৭ লাখ টাকা।

পুঁজিবাজারে চার ডজন কোম্পানির পরিচালকের নেই ন্যূনতম শেয়ার

এস এম জাকির হোসাইন

image

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তাদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং পরিচালকের ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১৭ কোম্পানির মধ্যে ৪৮

কর ফাঁকি রোধে অ্যাপ তৈরি করবে এনবিআর

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

রাজস্ব ও কর ফাঁকি রোধে সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সফটওয়্যারের মাধ্যমে আয়কর বিভাগের ৬৪৯টি কর অঞ্চলকে মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত

ঋণ প্রবাহ বাড়ানোর সঙ্গে কমাতে হবে সুদহার : এফবিসিসিআই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এ লক্ষ্যমাত্রা অর্জনে সহজলভ্য

sangbad ad

এবারও কঠিন হবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যপূরণ

রোকন মাহমুদ

image

বেসরকারি খাতে ১৪ দশমিক ৮০ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যপূরণ করাও কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চলতি

ব্যাংকারদের আইসিটিতে দক্ষতা বাড়ানোর পরামর্শ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘ইউজ অব

বেসকারি ঋণে অর্জন হয়নি মুদ্রানীতির লক্ষ্য

রোকন মাহমুদ

image

বেসরকারি খাতে ব্যাংকের ঋণপ্রবাহ কমছেই। এমনকি গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। গত জুন পর্যন্ত বার্ষিক

রুগ্ণ পুঁজিবাজারে পতন হচ্ছে আরও

রোকন মাহমুদ

image

রুগ্ণ পুঁজিবাজার দিন দিন আরও জীর্ণশীর্ণ হচ্ছে। নানা অনিয়মে প্রাইমারি বাজারে বন্ধ হয়েছে নতুন কোম্পানির আবেদন গ্রহণ। আর সেকেন্ডারি

পুঁজিবাজারকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে চান অর্থমন্ত্রী

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

পুঁজিবাজারের চলমান দুরবস্থায় বিনিয়োগকারীরা যখন রাস্তায় তখন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানালেন, পুঁজিবাজারকে শক্ত ভিত্তিতে

২০২১ সাল থেকে সকল স্কুল-মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক

নিজস্ব বার্তা পরিবেশক

image

বাংলাদেশে প্রতি বছর ২২ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কর্মসংস্থানের জন্য যে পরিমান দক্ষতা দরকার তা তাদের নাই। ফলে অধিকাংশই

sangbad ad