• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

 

সূচকের উত্থান উভয় শেযারবাজারে

নিউজ আপলোড : ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২০

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

২৮ জুন রোববারের মতো সোমবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৯ জুন সোমাবর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮১.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২.৭৮ পয়েন্ট এবং সিডিএসইটি ২.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৩.৫৬ পয়েন্টে, ১৩৩৫.৫১ পয়েন্টে এবং ৭৯০.১৭ পয়েন্টে। ডিএসইতে ২৯ জুন ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ হাজার ৩৮৮ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার। ডিএসইতে ২৯ জুন ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির বা ১৩.৪২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯টির বা ৬.৩৭ শতাংশের এবং ২৩৯টির বা ৮০.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৮.৮১ পয়েন্টে। সিএসইতে ২৯ জুন ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ১৩টির আর ৯৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

২৮ জুন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৫ লাখ ৭০ হাজার ১৪৬টি শেয়ার ৬৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার রেনেটার এবং ৬ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।

এছাড়া এডিএন টেলিকমের ১৪ লাখ ৮৮ হাজার টাকার, আমান ফিডের ১১ লাখ ২৯ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ১৩ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৫০ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ১০ হাজার টাকার, ডেল্টা ব্র্র্যাক হাউজিংয়ের ২১ লাখ ৭৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৬ লাখ ২ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ৮ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৫৪ লাখ টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫ লাখ ৪২ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১১ লাখ ৩১ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৪ লাখ ২৪ হাজার টাকার, লাফার্জহোলসিমেরে ৫ লাখ ৩ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৭০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৩১ লাখ ৭৭ হাজার টাকার, এমজেএল বিডির ২৯ লাখ ৯২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৭ লাখ ৪৮ হাজার টাকার, নাভানা সিএনজির ৬ লাখ ৬০ হাজার টাকার, অলিম্পিক এক্সেসরিজের ৩৭ লাখ ৮১ হাজার টাকার, অলিম্পিকের ৭১ লাখ ৪৭ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১১ লাখ ৩০ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫১ হাজার টাকার, সায়হাম কটনের ৯ লাখ ১০ হাজার টাকার, সিলভা ফার্মার ১৯ লাখ টাকার, সিঙ্গার বিডির ৪২ লাখ ৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৫ লাখ ৬৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬০ লাখ ৯৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১০ লাখ টাকার, ইউনিয়ন ক্যাপিটালের ২০ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ২৫ লাখ ১৮ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশের জিডিপি বাড়ছে : জাতিসংঘ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এরমধ্যে ২০২০ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়ছে।

কর দুই লাখ টাকার বেশি হলেই ই-পেমেন্টে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

দুই লাখ টাকার বেশি কর ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্টের মাধ্যমে ১ জুলাই থেকে আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শেয়ারবাজার উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বিএসইসি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজার ডিজিটালাইজেশনের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতা চায় শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

sangbad ad

শেয়ারবাজারে বড় পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জানুয়ারী) বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ কমিটি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণে কমিটি গঠন করেছে সরকার।

৩২ দফা বাড়ল পিপলস লিজিংয়ের বন্ধের মেয়াদ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা অর্থাৎ ৩২ দফা বাড়ানো হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮০১তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮০১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।

লাভেলো আইসক্রিমের লটারির ফল প্রকাশ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লাভেলো ব্রান্ডের আইসক্রিম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ কমিটি

সংবাদ অনলাইন ডেস্ক

image

ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণে কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম