• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বুধবার, ০৫ আগস্ট ২০২০

 

শেয়ারবাজারে বড় উত্থান সূচক-লেনদেন উভয় বেড়েছে

নিউজ আপলোড : ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২০

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

বুধবার (৮ জুলাই) বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ কার্যদিবস বা ৩৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি উত্থান হয়েছে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। একইসঙ্গে শেয়ার দর বাড়ার ক্ষেত্রে কোম্পানির পরিমাণও বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪.৬৫ পয়েন্টে। এর আগে ডিএসইতে ৩১ মে বুধবারের চেয়ে বেশি সূচক বেড়েছিল। ওই দিন সূচক বেড়েছিল ৫২ পয়েন্ট। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১১.০২ পয়েন্ট এবং সিডিএসইটি ৫.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৮.৬৩ পয়েন্টে, ১৩৫৭.৫০ পয়েন্টে এবং ৮০০.৩২ পয়েন্টে। ডিএসইতে বুধবার ২৩১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ৯২ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার। ডিএসইতে বুধবার ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির বা ২৯.৫৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩টির বা ৬.৭২ শতাংশের এবং ২১৮টির বা ৬৩.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৮.৯৯ পয়েন্টে। সিএসইতে বুধবার ১৬৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দর বেড়েছে, কমেছে ১১টির আর ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭১ লাখ ৮৩ হাজার ৮০২টি শেয়ার ১৪৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এমআই সিমেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কেটি ৫৯ লাখ ৪১ হাজার টাকার গ্রামীণফোনের এবং ২ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া এসিআই ফর্মূলেশনের ৪৭ লাখ ৩৮ হাজার টাকার, আমান ফিডের ২৫ লাখ ২৭ হাজার টাকার, বঙ্গজের ৫ লাখ টাকার, বারাকা পাওয়ারের ৮২ লাখ ৬৪ হাজার টাকার, বাটা সু’র ৩৪ লাখ ৬৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৬ লাখ ৯৬ হাজার টাকার, বিবিএস কেবলসের ৫ লাখ ৪৩ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৩০ লাখ টাকার, সিটি ব্যাংকের ৫০ লাখ ১০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১৪ লাখ ৬২ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, ফাইন ফুডসের ৪৬ লাখ ৪০ হাজার টাকার, ফরচুনের ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, জেনেক্সের ১৫ লাখ ৪ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ লাখ ১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৯ লাখ ৬৯ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১৬ লাখ ৭০ হাজার টাকার, যমুনা অয়েলের ১ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১০ লাখ ৪৪ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪৮ লাখ ৮৮ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১২ লাখ ৩৫ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৫ লাখ ৮৯ হাজার টাকার, ম্যারিকোর ৯২ লাখ ৫৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১০ লাখ টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৯২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৫৩ লাখ ৪১ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৮৬ লাখ ৫৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭৫ লাখ ২৬ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ ৯২ হাজার টাকার, আরডি ফুডের ১১ লাখ টাকার, রেনেটার ৫ লাখ ৫৫ হাজার টাকার, রানার অটোর ১১ লাখ ৩ হাজার টাকার, শাশা ডেনিমসের ৩২ লাখ ১৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২২ লাখ ৪০ হাজার টাকার, সিঙ্গারবিডির ৬০ লাখ ২১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৮২ লাখ ৬৫ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২২ লাখ ৫৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৬ লাখ ২০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ২৮ লাখ ২৭ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রাইজবন্ডের ১০০তম ড্র, প্রথম পুরস্কার ০৯০৭৪৮৫

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের সর্ব?শেষ ১০০তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর ০৯০৭৪৮৫

মাইক্রোসফটের টিকটক কেনা থমকে গেছে

সংবাদ অনলাইন ডেস্ক

image

টিকটকে কিনতে কথাবার্তা চালাচ্ছিল মাইক্রোসফট। তবে এখন তা থমকে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিলেটে গরুর চামড়া ২০ টাকা, ছাগলের চামড়া ফ্রি

প্রতিনিধি, সিলেট

image

সিলেটে কােরবানিতে জবাইকৃত একটি গরুর চামড়া ২০ টাকা দরে বিক্রি হচ্ছে! আর

sangbad ad

রিলায়েন্স-জেরার বিদ্যুৎ প্রকল্পে ৬৪ কোটি ডলারের ঋণ

সংবাদ অনলাইন ডেস্ক

image

দেশে একটি বিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত ও জাপানের যৌথ মালিকানার একটি কোম্পানি ৬৪ কোটি ২০ লাখ ডলারের ঋণচুক্তি করেছে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে।

চামড়া সংক্রান্ত সমস্যা সমাধানে কন্ট্রোল সেল গঠন বাণিজ্য মন্ত্রণালয়ের

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গত বছর কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু তা মানেনি অনেক ব্যবসায়ী। তাই গত বছর কোরবানির

পার্বত্য অঞ্চলে কৃষিঋণ দিতে বিশেষ নির্দেশনা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সাধারণ কৃষক ও জুমচাষিদের সহজে ব্যাংক হিসাব খোলা এবং প্রণোদনা সুবিধার

আইপিডিসির অর্ধ-বার্ষিক ইনভেস্টরস মিট অনুষ্ঠিত

image

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স আয়োজন করলো প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক ইনভেস্টরস মিট যেখানে আইপিডিসি-র আর্থিক

১৭ বছর পর কমল ব্যাংক রেট

নিজস্ব বার্তা পরিবেশক

image

করোনা সঙ্কটে অর্থের জোগান বাড়াতে প্রায় ১৭ বছর পর ব্যাংক রেট কমিয়ে ৪ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির এ প্রতিবেদন প্রকাশ করা হয়। করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চলতি (২০২০-২১) অর্থবছরের জন্য সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে গুরুত্বারোপ করে নতুন মুদ্রানীতি ঘোষণা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সরকারের নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চলতি ২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা