• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , সোমবার, ১৭ জুন ২০১৯

 

রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ

নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশ
image

রেমিটেন্স আয়ে শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশে বিশ্বেও বিভিন্ন দেশ থেকে মোট রেমিটেন্সের ১৫ শতাংশের উপরে পাঠিয়েছে প্রবাসীরা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রবাসীরা তাদের নিজ দেশে ৬৮৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। ২০১৭ সালে বিশ্বব্যাপী অন্তর্মুখী রেমিট্যান্স ছিল ৬৩৩ বিলিয়ন ডলার। এই বিপুল রেমিট্যান্স আয়ের অর্ধেকের বেশি এসেছে ১০টি দেশে। শীর্ষ ১০ দেশে এসেছে ৩৩৫ বিলিয়ন ডলার। শীর্ষ ১০ দেশের মধ্যে এবারও বাংলাদেশ আছে। গতবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০১৭ সালে ছিল ১৩ বিলিয়ন ডলার। তবে উভয় বছরেই বাংলাদেশের অবস্থান নবম।

প্রকাশিত বিশ্বব্যাংকের অভিবাসন ও রেমিট্যান্স বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল রেমিট্যান্স আয়ের সিংহভাগই গেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। ২০১৮ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা ২০১৭ সালে ৮ দশমিক ৮ শতাংশ। সারাবিশ্ব থেকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো গতবছর ৫২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। প্রধানত যুক্তরাষ্ট্রের উচ্চ প্রবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ও রাশিয়া ফেডারেশনের আর্থিক অবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

চলতি ২০১৯ সালেও রেমিট্যান্সের এ অবস্থা বজায় থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক। চলতি বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৫৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স যাবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। তবে কিছু ঝুঁকিও রয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গতবছর সবচেয়ে বেশি ৭৮ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে ভারত। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে ৬৭ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো। ৩৩ দশমিক ৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইন। পঞ্চম অবস্থানে রয়েছে মিসর। নীল নদের এ দেশ ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। আফ্রিকান দেশ নাইজেরিয়া ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার আহরণ করে রয়েছে ষষ্ঠ অবস্থানে। সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি গতবছর ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করেছে। অষ্টম স্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটি গতবছর ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। আর ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে দশম অবস্থানে রয়েছে ইউক্রেন।

জিডিপির অনুপাতে রেমিট্যান্স বাড়ানো জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ার খরচ কমানোও এসডিজির লক্ষ্য। বিশ্বব্যাংক বলেছে, ২০০ ডলার পাঠাতে বর্তমানে গড়ে ৭ শতাংশ হারে প্রবাসীদের খরচ করতে হয়। এসডিজিতে এই খরচ সর্বোচ্চ ৩ শতাংশ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রতিবছর ৮ হাজার হেক্টর কৃষি জমি হারাচ্ছে বাংলাদেশ : সেমিনারে বক্তারা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

প্রতিবছর ৮ হাজার হেক্টর কৃষি জমি হারাচ্ছে বাংলাদেশ। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধু নৌ-পরিষদ আয়োজিত এক সেমিনারে

যেভাবে এলো আজকের এই বাজেট

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সরকারের যে কর্মকাণ্ডের ওপর সব মহলের তীক্ষ্ণ দৃষ্টি থাকে তা হলো জাতীয় বাজেট। নতুন কী থাকছে, কিসের দাম বাড়ছে, কিসের দাম

জাতীয় বাজেট ২০১৯-২০ : শেয়ারবাজারে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

চলতি অর্থবছরের (২০১৯-২০) বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর

sangbad ad

প্রাণ ও ড্যানিশসহ ১৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

প্রাণের লাচ্ছা সেমাই ও হলুদের গুঁড়া, ড্যানিশ এবং শবনম ভেজিটেবলসহ ১৮ প্রতিষ্ঠানের পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ১১ জুন

খেলাপি ঋণের অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের : আদায় করা যাচ্ছে না ঋণের ৩২ শতাংশই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

মার্চ শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকা,

বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ : এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে বাংলাদেশ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সামাজিক নিরাপত্তায় এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পেছনে রয়েছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইনেও

সূচকের উত্থানেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

ঈদপরবর্তী প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের উত্থানেও উভয় বাজারেই কমেছে লেনদেন। ৯ জুন রোববার উভয় শেয়ারবাজারের সব সূচক

ব্লু-ইকোনমির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সমুদ্রে অবস্থিত বিশাল জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদ কাজে লাগিয়ে এ দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার নতুন দিগন্ত উন্মোচন

সেবা খাতে রপ্তানি আয় বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

পণ্য রপ্তানিতে ধারাবাহিক অগ্রগতি থাকলেও সেবা খাতে ছিল কিছুটা মন্থর গতি। এবার সেই খাতেও সুবাতাস বইতে শুরু করেছে। চলতি অর্থবছরের

sangbad ad