• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

 

রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ

নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশ
image

রেমিটেন্স আয়ে শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশে বিশ্বেও বিভিন্ন দেশ থেকে মোট রেমিটেন্সের ১৫ শতাংশের উপরে পাঠিয়েছে প্রবাসীরা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রবাসীরা তাদের নিজ দেশে ৬৮৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। ২০১৭ সালে বিশ্বব্যাপী অন্তর্মুখী রেমিট্যান্স ছিল ৬৩৩ বিলিয়ন ডলার। এই বিপুল রেমিট্যান্স আয়ের অর্ধেকের বেশি এসেছে ১০টি দেশে। শীর্ষ ১০ দেশে এসেছে ৩৩৫ বিলিয়ন ডলার। শীর্ষ ১০ দেশের মধ্যে এবারও বাংলাদেশ আছে। গতবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০১৭ সালে ছিল ১৩ বিলিয়ন ডলার। তবে উভয় বছরেই বাংলাদেশের অবস্থান নবম।

প্রকাশিত বিশ্বব্যাংকের অভিবাসন ও রেমিট্যান্স বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল রেমিট্যান্স আয়ের সিংহভাগই গেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। ২০১৮ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা ২০১৭ সালে ৮ দশমিক ৮ শতাংশ। সারাবিশ্ব থেকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো গতবছর ৫২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। প্রধানত যুক্তরাষ্ট্রের উচ্চ প্রবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ও রাশিয়া ফেডারেশনের আর্থিক অবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

চলতি ২০১৯ সালেও রেমিট্যান্সের এ অবস্থা বজায় থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক। চলতি বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৫৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স যাবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। তবে কিছু ঝুঁকিও রয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গতবছর সবচেয়ে বেশি ৭৮ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে ভারত। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে ৬৭ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো। ৩৩ দশমিক ৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইন। পঞ্চম অবস্থানে রয়েছে মিসর। নীল নদের এ দেশ ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। আফ্রিকান দেশ নাইজেরিয়া ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার আহরণ করে রয়েছে ষষ্ঠ অবস্থানে। সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি গতবছর ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করেছে। অষ্টম স্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটি গতবছর ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। আর ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে দশম অবস্থানে রয়েছে ইউক্রেন।

জিডিপির অনুপাতে রেমিট্যান্স বাড়ানো জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ার খরচ কমানোও এসডিজির লক্ষ্য। বিশ্বব্যাংক বলেছে, ২০০ ডলার পাঠাতে বর্তমানে গড়ে ৭ শতাংশ হারে প্রবাসীদের খরচ করতে হয়। এসডিজিতে এই খরচ সর্বোচ্চ ৩ শতাংশ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে।

জারিস কাউচার এর উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক

image

বিশ্বমানের ফ্যাশন সামগ্রী প্রস্তুত করার লক্ষ্য নিয়ে জারিস কাউচার এর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বনানী রোড নং ১৩/এ ঠিকানায়

ডিএসইতে চার মাসে সর্বনিম্ন সূচক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের

সংকটে টেক্সটাইল খাত

রেজাউল করিম

image

সংকটে রয়েছে দেশের টেক্সটাইল খাত। কয়েক ধাপ গ্যাসের দাম বৃদ্ধি ও কাঁচামাল আমদানি করার ফলে উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে কিছু

sangbad ad

ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত অর্থমন্ত্রীর

সংবাদ ডেস্ক

image

ব্যাংক খাত শক্তিশালী করতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১২ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্রে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের স্বাক্ষাৎ : সূচকের বড় উত্থানে পুঁজিবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

টানা চার কার্যদিবস বড় দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস ১১ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক

জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল বিস্কুট বাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

জনপ্রিয় বিস্কুটের নাম নকল করে কিংবা কাছাকাছি নামে ট্রেডমার্ক নিবন্ধন করে নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত করছে কিছু কোম্পানি। ফলে

তালিকাভুক্ত কোম্পানির কর ১৫ শতাংশ করার প্রস্তাব

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

এনবিআর’র সঙ্গে আলোচনায় করপোরেট কর কমানোর আহ্বান জানিয়েছে ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)। ২ এপ্রিল মঙ্গলবার

দু’দেশের মধ্যে ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কৃষি সহায়তার আশ্বাস দিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বাংলাদেশ ও নেদারল্যান্ডের দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষি পণ্যের প্রক্রিয়াজাত, বিপণন ও সংরক্ষণে

আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই বহুস্তর ভ্যাট ব্যবস্থা কর্যকর হবে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

২০১৯-২০ অর্থবছরের বাজেট আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে

sangbad ad