• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

 

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের স্বাক্ষাৎ : সূচকের বড় উত্থানে পুঁজিবাজার

নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
image

টানা চার কার্যদিবস বড় দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস ১১ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনর সাক্ষাতের পরের দিনই শেয়ারবাজারে এমন বড় উত্থানের দেখা মিললো।

টানা দরপতনের প্রেক্ষিতে এর আগে ৯ এপ্রিল মঙ্গলবর দফায় দফায় বৈঠকে বসে পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বৈঠকের মাধ্যমে দরপতন ও তারল্য সংকট থেকে বেরিয়ে আসতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে বিএসইসির কাছে বেশ কিছু দাবি জানানো হয়।

বিএসইসি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিদের কিছু দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এরপরও দরপতনের মধ্যেই আবদ্ধ থাকে শেয়ারবাজার। আগের তিন কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবারও বড় দরপতন হয়।

এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থা দূর করতে করণীয় পদক্ষেপ নিতে বিএসইসি চেয়ারম্যানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে অর্থমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই বাজারে ছড়িয়ে পড়ে এ তথ্য। যার ইতিবাচক প্রভাব দেখা যায় সার্বিক বাজারে। লেনদেনের শুরু থেকেই বাড়তে থাকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম। ফলে বড় উত্থান হয় সবকটি মূল্য সূচকের।

সে সঙ্গ বাড়ে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দিনের লেনদেন শেষে ডিএসইতে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমেছে ৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩২৬ পয়েন্টে উঠে এসেছে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে।

মূল্য সূচকের উত্থানের দিনে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেনের পরিমাণ তিনশ কোটি টাকার ঘরে পৌঁছাতে পারেনি। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭৪ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৯ কোটি ৩৫ লাখ টাকা।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ১৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরেই রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১১ লাখ টাকার। ১৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনে এর পরেই রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস, এস্কয়ার নিটিং, গ্রামীণফোন, রেকিট বেনকিজার, রূপালী লাইফ, ইষ্টার্ণ কেবলস এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৯৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির দাম বেড়েছে। কমেছে ৪৮টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

জারিস কাউচার এর উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক

image

বিশ্বমানের ফ্যাশন সামগ্রী প্রস্তুত করার লক্ষ্য নিয়ে জারিস কাউচার এর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বনানী রোড নং ১৩/এ ঠিকানায়

ডিএসইতে চার মাসে সর্বনিম্ন সূচক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের

সংকটে টেক্সটাইল খাত

রেজাউল করিম

image

সংকটে রয়েছে দেশের টেক্সটাইল খাত। কয়েক ধাপ গ্যাসের দাম বৃদ্ধি ও কাঁচামাল আমদানি করার ফলে উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে কিছু

sangbad ad

ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত অর্থমন্ত্রীর

সংবাদ ডেস্ক

image

ব্যাংক খাত শক্তিশালী করতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১২ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্রে

রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ

অর্থনৈতিক বার্তা পরিবেশ

image

রেমিটেন্স আয়ে শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশে বিশ্বেও বিভিন্ন দেশ থেকে মোট রেমিটেন্সের

জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল বিস্কুট বাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

জনপ্রিয় বিস্কুটের নাম নকল করে কিংবা কাছাকাছি নামে ট্রেডমার্ক নিবন্ধন করে নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত করছে কিছু কোম্পানি। ফলে

তালিকাভুক্ত কোম্পানির কর ১৫ শতাংশ করার প্রস্তাব

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

এনবিআর’র সঙ্গে আলোচনায় করপোরেট কর কমানোর আহ্বান জানিয়েছে ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)। ২ এপ্রিল মঙ্গলবার

দু’দেশের মধ্যে ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কৃষি সহায়তার আশ্বাস দিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বাংলাদেশ ও নেদারল্যান্ডের দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষি পণ্যের প্রক্রিয়াজাত, বিপণন ও সংরক্ষণে

আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই বহুস্তর ভ্যাট ব্যবস্থা কর্যকর হবে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

২০১৯-২০ অর্থবছরের বাজেট আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে

sangbad ad