পুলিশের ধাওয়ায় অটোরিকশা উল্টে চালক নিহত
নিউজ আপলোড : ঢাকা , মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম রুবেল। তিনি কটিয়াদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন– দৌলতপুর গ্রামের আজগর আলী (৬০), একই গ্রামের মাসুদা আক্তার (৩৫) ও বাহুবল পল্লী বিদ্যুতের স্টাফ মুসলিম (৪০)। তাদের প্রথমে বাহুবল হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বাহুবল মডেল থানার এসআই মান্নানের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। তবে পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আলমগীর কবির।
তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এর পরও কিছু সিএনজি মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায় সময়ই হাইওয়ে পুলিশ অটোরিকশা জব্দ করে।
মঙ্গলবার বেলা ১০টার দিকে মহাসড়কে ওঠার কারণে একটি অটোরিকশাকে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল। এ সময় অটোরিকশাটি দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলেও জানান ওসি।
-
ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর ফের সন্ত্রসী হামলা
নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে আবারো জরুরী বিভাগে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রোগী।
-
করোনামুক্ত বাজিতপুর
জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
একমাত্র রোগী সুস্থ হওয়ার মধ্য দিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) করোনামুক্ত হলো।
-
গারোরা নাগরিক সুবিধাবঞ্চিত নিত্যসঙ্গী দুঃখ দুর্দশা
প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
দেশের উত্তর-পূর্বাঞ্চলের গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত পাহাড়ি জনপদ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার গারো পাহাড়।

-
বদলগাছীতে ছাগল কেনার নাম করে ধর্ষণের চেষ্টা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছীতে ছাগল কেনার নামে বাড়িতে এসে এক গৃহবধূকে (২০) হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
-
সড়ক থেকে নিম্নমানের ইট সরাতে ফের নির্দেশ
প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণাধীন সড়ক থেকে নিম্নমানের ইট অপসারণে ঠিকাদারকে চিঠি দিলেও তা মানছে না তারা।
-
বৈদ্যানী ভাঙনে সড়কে মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা
দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়নের বৈদ্যানী সড়কে বড় বড় গর্তে ভরপুর।
-
গাছের ডাল পড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
চুনারুঘাট পৌরশহরের উত্তর বড়াইল গ্রামে গাছের ডাল পড়ে আব্দুল্লাহ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
-
মাগুরায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে বৃদ্ধ হত
প্রতিনিধি, মাগুরা
বরুনাতৈল গ্রামে সংশোধনের উপদেশ দেয়ায় ইশারত শেখ (২৬)নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে একই গ্রামের এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন।
-
কাল বগুড়া পৌরসভা নির্বাচন, শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
প্রতিনিধি, বগুড়া
বগুড়া পৌরসভা নির্বাচনী প্রচারনা শেষ হয়েছে শুক্রবার রাত ১২ টা এক মিনিট