ট্রাফিক সার্জেন্টকে পেটালেন যুবক
নিউজ আপলোড : ঢাকা , মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না। তাই তাকে থামিয়েছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। এ নিয়ে বাগবিতণ্ডা। এরই একপর্যায়ে আচমকা হামলা সার্জেন্টের ওপর। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্টের নাম বিপুল কুমার। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সার্জেন্টের দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
সার্জেন্ট বিপুল কুমারের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি।
পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়েছে। ঘটনাস্থলের সামনেই এদের একজনের চায়ের দোকান, অন্যজন পাশের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথায় হেলমেট ছাড়াই আসছিলেন এক যুবক। ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজ দেখতে চান। এছাড়া হেলমেট না থাকায় তিনি মামলা দিতে শুরু করেন। তখন ওই যুবক মোটরসাইকেল নিয়ে ফুটপাতের ওপরে ওঠেন। এরপর সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।
এরই একপর্যায়ে ফার্নিচারের দোকান থেকে চেলা কাঠ এনে আচমকাই মারধর শুরু করেন সার্জেন্টকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের হাতে আটক দুইজন জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম বেলাল। তার বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সামনের চায়ের দোকানেই আড্ডা দেন।
জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানি না। একটু সুস্থ হলে সার্জেন্টের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলাকারী যুবক মোটরসাইকেল ফেলে পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
-
কুষ্টিয়ায় ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ৩ রুটে যোগাযোগ বন্ধ
সংবাদ অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় এ দুর্ঘটনায় কুষ্টিয়া-রাজবাড়ী, ফরিদপুর-রাজশাহী ও রাজবাড়ী-খুলনা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
-
মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নে দলীয় মনোনয়ন চাইলেন ১৩৭ জন
প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবেদন করেছেন ১৩৭ জন।
-
করোনা সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে করোনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

-
দশমিনায় উফশী বোরো বাম্পার ফলনের সম্ভাবনা
প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজের সমারোহ।
-
জাল সনদে ভোটার হতে গিয়ে আটক ১
প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসে জাল সনদে নতুন ভোটার হতে গিয়ে আব্দুর রাজ্জাক (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
-
কুমিল্লা ইপিজেডে ৪৭ প্রতিষ্ঠানে ৩৫ হাজার কর্মচারীর কর্মসংস্থান
জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) দেশের মধ্যে চতুর্থ বৃহত্তম।
-
কিশোরগঞ্জে নতুন করোনা শনাক্ত ৫
জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
বৃহস্পতিবার (৪ মার্চ) কিশোরগঞ্জের দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ৫ জনের করোনা ধরা পড়েছে।
-
তিন উপজেলার দায়িত্বে এক কর্মকর্তা, মিলছে না কাঙ্খিত সেবা
প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের তিন উপজেলায় এক খাদ্য নিয়ন্ত্রক, কাঙ্খিত সেবা পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা।
-
মাদকসহ দুই ভাই আটক
সংবাদদাতা, মহাদেবপুর (নওগাঁ)
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে ১০ লিটার চোরাই মদসহ মানিক চন্দ্র বর্ম্মণ (৩২) ও গৌতম চন্দ্র বর্ম্মণ (২৮) নামে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে।