শৈত্যপ্রবাহ
কাঁপছে উত্তরাঞ্চল
নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে
নিউজ আপলোড : ঢাকা , বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

লালমনিরহাট : হিমালয়ের কাছাকাছি অঞ্চল শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশায় ঢাকা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলছে যানবাহন -সংবাদ
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমে গেছে। তবে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। মঙ্গলবারের (১২ জানুয়ারী) তুলনায় বুধবার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে। বিভিন্ন স্থানে ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মানুষের চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্নআয়ের ও সাধারণ খেটে খাওয়া মানুষ।
বুধবার (১৩ জানুয়ারী) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে আরও কিছুটা কমে তা ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দেশে উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘বুধবারের তুলনায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে আগামী দুই দিন। শীতের আমেজ থাকবে আরও বেশ কিছুদিন।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারদেশে হালকা থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত এই কুয়াশা থাকতে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বদলগাছিতেই ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে বুধবার ছিল ১২ দশমিক ২, মঙ্গলবার যা ছিল ১৪ দশমিক ৭। চট্টগ্রামে কমেছে ৫ ডিগ্রি, বুধবার সেখানে ১২ দশমিক ৫, মঙ্গলবার যা ছিল ১৮ দশমিক ২। সিলেটে প্রায় একই আছে, বুধবার সেখানে ১৫ দশমিক ৪, মঙ্গলবার যা ছিল ১৫ দশমিক ৫। রাজশাহীতে কমেছে প্রায় ৫ ডিগ্রি, বুধবার সেখানে ৯ দশমিক ৮, মঙ্গলবার যা ছিল ১৪ দশমিক ৫। রংপুরে কমেছে ৫ ডিগ্রি, বুধবার ১১ দশমিক ২, মঙ্গলবার যা ছিল ১৬ দশমিক ১। খুলনায় প্রায় একই আছে, বুধবার ১৬, মঙ্গলবার যা ছিল ১৬ দশমিক ৫। বরিশালে কমেছে দুই ডিগ্রি, বুধবার ১৩ দশমিক ৮, মঙ্গলবার যা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
লালমনিরহাট প্রতিনিধি জানান, তীব্র শীতে হিমালয় নিকটবর্তী লালমনিরহাটের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ২ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, ভোগান্তিতে আছে নিম্নআয়ের মানুষ। আবারও কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর তীরবর্তী ও চরাঞ্চলের কয়েক লাখ শীতার্ত মানুষের কষ্ট বেড়েছে বহুগুণ। পরিবারগুলোতে শীতের পোশাক না থাকায় খড়কুটোর আগুনই ভরসা করে চলছে শীতার্ত দুস্থ মানুষ।
সারাদিনেও সূর্যের দেখা না পাওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। এতে কাবু হয়ে পড়েছে তিস্তা-ধরলাপাড়ের শিশু, বৃদ্ধ সবাই। তিস্তা-ধরলাপাড়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মঙ্গলবার লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ সুবল চন্দ্র রায়।
পৌষের শেষ সপ্তাহ থেকে শীতের তীব্রতা বাড়ায় খড়কুটোয় আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন তারা। ঠান্ডার কারণে কাজের সন্ধানে ঘরের বাইরে যেতে হিমশিম খাচ্ছেন খেটে-খাওয়া নিম্নআয়ের মানুষ। ঠান্ডার তীব্রতার কারণে হাট-বাজারেও লোকসমাগম অনেকটাই কম।
তিস্তাপাড়ের রুদ্রেশ^র গ্রামের আফাজ আলী জানান, ঘর থেকে বের হওয়া যায় না। এই এলাকায় বেশিরভাগ মানুষ দিনমজুর ও জেলে। ঠান্ডায় কাজকর্ম না পেয়ে তাদের কষ্ট বেড়ে যায়।
হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ার রিকশাচালক অনীল চন্দ্র বলেন, বিকেল ৩টা এখন পর্যন্ত কোন ভাড়া পাইনি। ডাউয়াবাড়ি গ্রামের মনির মিয়া বলেন, অনেক কষ্টে রাত কাটিয়েছি। গায়ে কাপড় নাই তাই বাহিরে বের হতে পারি নাই।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দিনমজুর সবুর আলী বলেন, এই ঠান্ডার মধ্যে কাজকাম করতে পারি না, আমি গরিব মানুষ পরিষদে কম্বল আসে সবাই পায় আমি পাই না।
চরবেষ্টিত আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক আলী বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ এলাকা দুর্গম।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, দহগ্রাম ইউনিয়নের পাশেই হিমালয় তাই এই এলাকায় প্রচুর শীত আর কনকনে ঠান্ডা।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দুই দিনে শীতের তীব্রতা বেশি হওয়ায় সদর হাসপাতালসহ ৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় ২৭৩ জন শীতজনিত রোগী চিকিৎসা নিয়েছে। ভর্তি হয়েছে ৮৯ জন।
-
দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানী রক্ষার দাবিতে মানববন্ধন
লিয়াকত আলী বাদল, প্রতিনিধি (রংপুর)
তামাক চাষীদের সুরক্ষাসহ দেশীয় তামাক শিল্পকে বাঁচাতে দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানীর রক্ষার
-
আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকরের দাবিতে মতবিনিময়
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
সংবিধান নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকর করার দাবিতে বাংলাদেশ
-
জেলা জজের অসৌজন্যমুলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি,বগুড়া
বীর মুক্তিযাদ্ধা, বার কাউন্ডিল সদস্য এ্যাডঃ রেজাউল করিম মন্টুকে বিজ্ঞ জেলা জজ

-
আজ শিক্ষাবিদ কফিল উদ্দিন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী
সংবাদ অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মনজুরুল ইসলামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব কফিল উদ্দিন
-
চাঁপাইনবাবগঞ্জে করোনায় বন্ধ ছয়টি ট্রেন চালুর দাবি
সংবাদ অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে প্রায় দশ মাস আগে বন্ধ রাখা ছয়টি ট্রেন পুনরায় চালুর
-
রাজধানীতে র্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি আটক
সংবাদ অনলাইন ডেস্ক
রাজধানীর চকবাজার ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জুয়াড়িকে আটক করেছে
-
গোপালগঞ্জে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত ছিন্নমূল
সংবাদ অনলাইন ডেস্ক
শীত বাড়তে শুরু করেছে গোপালগঞ্জে। তীব্র কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হতদরিদ্র
-
মডেল বানানোর প্রলোভনে ধর্ষণের অভিযোগ
সংবাদ অনলাইন ডেস্ক
মডেল বানানোর প্রলোভন দেখিয়ে যশোরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার
-
লঞ্চের ধাক্কায় নারী যাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন
সংবাদ অনলাইন ডেস্ক
ভোলার দৌলতখান উপজেলায় ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় পন্টুনে দাঁড়িয়ে থাকা কোহিনুর বেগম