• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

 

সম্রাট জুয়া ও চাঁদাবাজি থেকে যা পেতেন করতেন পাচার

নিউজ আপলোড : ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
image

ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ, টেন্ডার বাজি এবং চাঁদাবাজির মাধ্যমে যে অর্থ পেতেন সেই টাকার পুরোটাই দেশের বাইরে পাচার করেছেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সিঙ্গপুর, মালয়েশিয়া, দুবাই এবং আমেরিকাসহ কয়েকটি দেশে ইসমাইল চৌধুরী সম্রাটের ১ হাজার কোটি টাকার মূল্যের সম্পদ থাকার তথ্য পেয়েছে দুদক। অবৈধ অর্থে দেশে মাত্র ২ কোটি টাকার সম্পদ গড়লেও তা অধিকাংশ বেনামে গড়েছেন। অপরদিকে সম্রাটের অন্যতম সহযোগী যুবলীধ দক্ষিনের সহসভাপতি এনামুল হক আরমানও সম্রাটের মতো দেশের বাইরে শ’ শ’ কোটি টাকা পাচার করেছেন। দেশে সে নামে মাত্র সম্পদ গড়েছেন। তবে দেশের তাদের যে সম্পদের খোঁজ পেয়েছে দুদক সেই সম্পদেরও বৈধ কোন উৎস পাওয়া যায়নি। দুর্নীতি দমন কশিনের অনুসন্ধানে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ক্যাসিনো ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গির বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে এবং উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে আরমানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দু’জনের বিরুদ্ধে মোট ৫ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন। অপরদিকে যুবলীগের ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সহসভাপতি ও সম্রাটের অন্যতম সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে মামলায় দুই কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আরমানের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানে দেশে ইসমাইল চৌধুরী সম্রাটের নামে কোন স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি। তবে তার নামে ১ কোটি ৮৪ লাখ ৩ হাজার টাকার বেশি অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে যা তার আয়কর নথিতে উল্লেখ নেই। ইসমাইল চৌধুরী সম্রাট মজিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন। এসব ক্লাবে নিজের লোক বসিয়ে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করাতেন। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এবং অবৈধ মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। ইসমাইল চৌধুরী অবৈধ অর্থে বেনামে একাধিক প্লট, বাড়ি, ফ্লাটসহ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ইসমাইল চৌধুরী সম্রাট সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় নামে বেনামে ১ হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে তথ্য রয়েছে।

দুদক সূত্র জানায়, এনামুল হক আরমানের নামে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেলেও সেই সম্পদ বৈধভাবে অর্জনের কোন তথ্য পাওয়া যায়নি। এনামুল হক আরমান ক্যাসিনো পরিচালনা, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে যে টাকা পেতে সেই টাকার একটি অংশ সিনেমা ব্যবসায় ব্যয় করতেন। ওইসব সিনেমা তৈরির পর তা বিভিন্ন পেক্ষাপটে বিক্রি করে সেই অর্থ পুরোটাই দেশের বাইরে পাচার করেছেন। ঢাকায় যতগুলো ক্লাবে অবৈধ ক্যাসিনো সামগ্রী এসেছে সেগুলো এনামুল হক আরমানই আমদানী করেছেন। এনামুল হকের টাকায় অবৈধ ক্যাসিনো সামগ্রী আমদানির পর তা বিভিন্ন ক্লাবের কাছে বিক্রি করা হয়েছে। দেশ মাল্টিমিডিয়ার নামে ২টি সিনেমায় ২ কোটি টাকা খরচ করেছেন এনামুল। ওই টাকারও বৈধ কোন উৎস ছিল না। এনামুল হক আরমান সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তার অবৈধ অর্থ পাচার করেছেন এবং সেখানেই অবৈধ অর্থে যে সম্পদ অর্জন করেছেন তা কয়েকশ’ কোটি টাকার হবে।

দুদক সূত্র জানায়, ইসমাইল চৌধুরী সম্রাট অবৈধভাবে যে অর্থ পেতেন তার সিংহভাগ দিয়েই সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই এবং আমেরিকায় সম্পদ গড়েছেন। সেখানেই তিনি অধিকাংশ টাকা পাচারের মাধ্যমে বিনিয়োগ করেছেন। দেশে তার নামে কোন সম্পদ নেই। কয়েকটি জায়গায় যে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেগুলো বেনামে গড়েছেন। অর্থাৎ দেশের টাকায় বিদেশে অবৈধভাবে সম্পদ গড়েছেন সম্রাট। দেশে সম্রাটের কোন বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। এনামুল হক আরমান ছিল তার অন্যতম সহযোগী। সম্রাটের সঙ্গে সঙ্গে এনামুল দেশে খুব কম সম্পদ গড়েছেন। অবৈধ অর্থৈ সিমেনা তৈরির মাধ্যমে সম্পদকে বৈধ করার চেষ্ঠা ছিল আরমানের। আরমানও শত কোটি টাকা মালয়েশিয়া ও সিঙ্গাপুর পাচার করেছেন এবং ওই দুই দেশেই সম্পদ গড়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়াম লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং ওয়ার্ড কাউন্সিলসহ কয়েকজনকে গ্রেফতার করার পর ক্যাসিনো ক্যাণ্ডে সম্রাটোর নাম আসে। এর পর থেকে আত্মগোপনে চলে যাওয়া যুবলীগের দক্ষিণের সহভাপতি ও ক্যাসিনো নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ইসমাইল চৌধুরী সম্রাটকে তার অন্যতম সহযোগী যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক আরমানকে ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযানে মামলা দায়ের হয়। গত ১৫ অক্টোবর ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। একই দিন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকে মাদক আইনের মামলায় ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। এর মধ্যে অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। এরই মধ্যে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান ছিল দুদকের।

ব্ল্যাক বেঙ্গল ছাগলে বছরে আয় ২ হাজার কোটি টাকা

মাহফুজ উদ্দীন খান, চুয়াডাঙ্গা

image

দেশের মধ্যে বিশ্ববিখ্যাত ব্লাক বেঙ্গল বেশি পালন করায় চুয়াডাঙ্গা জেলাকে ব্র্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। রোগ বালাই কম ও লাভজনক

লক্ষ্যমাত্রা ১০ হাজার হেক্টর ছাপিয়ে যাবে পিয়াজ আবাদ

আব্দুল হান্নান, সদরপুর (ফরিদপুর)

image

চলতি রবি মৌসুমে দেশে পিয়াজ-রসুনের পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। চলতি মৌসুমে পিয়াজের দাম অস্বাভাবিক বেড়ে

লাল-সবুজের ফেরিওয়ালা ফজলু

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

image

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিজয় দিবস উপলক্ষে ফেরি করে জাতীয় পতাকা বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরের শুরু

sangbad ad

এলাকাবাসীর স্বউদ্যোগে কাঠের সেতুতে জীবন ঝুঁকির অবসান

আতাউর রহমান, ভালুকা (ময়মনসিংহ)

image

ভালুকার ঝালপাজা গ্রামে খীরু নদীর ওপর প্রায় দেড়শ ফুট লম্বা একটি কাঠের সেতু নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসী। ভালুকার

আওয়ামী লীগ নেতা ও বন কর্মকর্তার বিরুদ্ধে বন উজাড়ের অভিযোগ

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল)

image

বনের জায়গা দখল করে অবাদে নির্মিত হচ্ছে ঘর বাড়ি। এতে বনের জায়গা কমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে বলে গুরুতর অভিযোগ

ব্যাংক থেকে ১১৫ কোটি টাকার ঋণ নিয়ে দম্পতি উধাও

নিজস্ব বার্তা পরিবেশক

image

সাউথ ইস্ট ব্যাংকের নওগাঁ শাখা থেকে ব্যবসার জন্য ১১৫ কোটি টাকা ঋণ নেয়ার পর দেশ ছেড়ে পালিয়েছে এক ব্যবসায়ী দম্পতি। ব্যবসায়ী

বাব-দাদার দান বলে স্কুল মাঠের মাটি কেটে নিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক

প্রতিনিধি, কুড়িগ্রাম

image

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান নিজের নিচু

শিবচরে শেখ হাসিনা তাঁতপল্লীতে খুঁজে পাওয়া যায় না ১৯’শ কোটি টাকা!

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

image

শিবচরে শেখ হাসিনা তাঁত পল্লীতে কোটি টাকার দুর্নীতি অভিযোগ উপজেলা প্রশাসনের তদন্তে প্রমাণও মিলেছে। ক্ষতিপূরণের তালিকায় বেশকিছু

নিষেধাজ্ঞা ও স্বাস্থ্য হুমকি উপেক্ষা করে মৎস্য ঘেরে মুরগির খামার

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

image

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছের খাদ্য হিসেবে বরিশালের অধিকাংশ

sangbad ad