• banlag
  • newspaper
  • epaper

ঢাকা , শনিবার, ২৪ আগস্ট ২০১৯

 

শ্রমিক নিহতের ৯ মাস পর ফের টোল আদায় বর্ধিত হারে!

নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯

সংবাদ :
  • শহিদুল ইসলাম বিপ্লব, কেরানীগঞ্জ (ঢাকা)
image

কেরানীগঞ্জ (ঢাকা) : নতুন করে টোলবক্স বসিয়ে এভাবেই আদায় করা হচ্ছে টোল। সেতুর মাঝে টোলবাক্স বসায় ঝুঁকির মুখে পড়েছে সেতুটি -সংবাদ

বুড়িগঙ্গা প্রথম সেতুতে টোল আদায় ৯ মাস বন্ধ থাকার পর ফের বর্ধিত হারেই টোল আদায় শুরু করেছে ইজারাদার কতৃপক্ষ। এতে পরিবহন শ্রমিকদের ক্ষোভ বিরাজ করেছে এবং চালকরা বর্ধিত টোলের চাপে ফের বিক্ষুব্ধ হয়ে উঠছে। গতবছর সেতু টোল মুক্তর আন্দোলনে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়। এসময় সেতু টোল মুক্তর দাবীতে পরিবহন শ্রমিক, মালিক ও চালকেরা বিক্ষুব্ধ আন্দোলনে নামলে স্থানীয় জন প্রতিনিধিরের চাপে গত বছর ২৬ অক্টোবর থেকে সড়ক ও জনপদ বিভাগের নির্দেশে টোল আদায় বন্ধ রাখে । গত ১ জুলাই থেকে পুনরায় বর্ধিত হারে টোল আদায় শুরু করে ইজারাদার। এছড়াও সেতুর মাজখানে টোল ঘর বসানোর কারনে সবসময় সেতুর উপর পরিবহনের যানজট লেগে থাকে এতে সেতুর প্রচন্ড ক্ষতি হবার আশঙ্কা রয়েছে।

জানা যায়, ১৯৮৮ সালে তৈরী হয় বুড়িগঙ্গা প্রথম সেতু (চীনমৈত্রী সেতু)। রাজধানীর পোস্তগোলা ও কেরানীগঞ্জের হাসনাবাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে বুড়িগঙ্গা প্রথম সেতু (পোস্তগোলা সেতু)। সেতুটি চালু হওয়ার পর কেটে গেছে ৩১ বছর। এত বছর পরও সেতুটি টোলমুক্ত না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে ২০০১ সালে নির্মিত বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু (বাবুবাজার সেতু) ২০১৩ সালের পর থেকে টোলমুক্ত ভাবে পরিবহন চলাচল করছে।

স্থানীয় সূত্র জনায়, বুড়িগঙ্গা প্রথম সেতুটি টোলমুক্ত করার দাবিতে বিগত বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে পরিবহন শ্রমিকরা। এরই মধ্যে ২০১৫ সালে নতুন টোলনীতি অনুসারে পোস্তগোলা সেতুর টোল আদায়ের হার পূর্বের তুলনায় কয়েকগুন বৃদ্ধি করা হয়। এতে ওই সময় ক্ষোভে ফুঁসে উঠে পরিবহন শ্রমিক, মালিক, ও চালকেরা। বর্ধিত হারে টোল দিতে তারা অস্বীকার করে এবং সেতু টোলমুক্ত করার দাবিতে আন্দোলনে নামে। শ্রমিকদের আন্দোলনের ফলে তখন সেটা বাস্তবায়ন করা যায়নি। ২০১৮ সালের ২০ অক্টোবর থেকে নতুন ইজারাদার বর্ধিত হারে টোল আদায় শুরু করলে পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পুনরায় আন্দোলনে নামে তারা। ২৬ অক্টোবর আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয় এক শ্রমিক প্রান হারান। এ ঘটনার পর সড়ক ও জনপদ বিভাগের নির্দেশে টোল আদায় বন্ধ রাখে ইজারাদার প্রতিষ্ঠান আলম শিপিং লাইনস। কিন্তু প্রায় ৯ মাস বন্ধ থাকার পর গত ১ জুলাই থেকে পুনরায় বর্ধিত হারে টোল আদায় শুরু করে ইজারাদার। এ নিয়ে নতুন করে ক্ষোভে ফুঁসছে পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত আন্দোলনের সভাপতি ও শ্রমিকলীগ নেতা এমদাদুল হক দাদন জানান, যেখান আমরা টোল ফ্রি করার দাবি জানাচ্ছি, সেখানে উল্টো টোল আরও বাড়ানো হয়েছে। এনিয়ে শ্রমিকদের আন্দোলনের মধ্যে কয়েক মাস আগে এক শ্রমিক নিহত হয়। বন্ধ রাখা হয় টোল আদায়। কিন্তু ৯ মাস পর বর্ধিত হারেই পুনরায় টোল আদায় শুরু করেছে ইজারাদার প্রতিষ্ঠান। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, যে কারনে শ্রমিককে রক্ত দিতে হয়েছে সেটা বাস্তবায়ন না হলে টোল আদায় পুনরায় শুরু করা দু:খজনক। আমরা অবিলম্বে বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত করার দাবি জানাই।

পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৫ সালে পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী টোল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। নতুন টোল অনুযায়ী ট্রেইলার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা, হেভি ট্রাক ৩০ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা, মাঝারি ট্রাক ৩০ টাকা থেকে বাড়িয়ে ২২৫ টাকা, মিনি ট্রাক ৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা, মিনিবাস/ কোস্টার ২০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা, মাইক্রোবাস ২০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা, প্রাইভেট কার ২০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা, থ্রি হুইলার যানবাহন আগে টোল ফ্রি থাকলেও নতুন টোল ধার্য করা হয় ২৫ টাকা। একইভাবে টোলমুক্ত থাকা মোটরসাইকেল ও রিকশা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ির টোল ধরা হয় যথাক্রমে ১৫ ও ১০ টাকা। কিন্তু ওই সময়ে শ্রমিক আন্দোলনের ফলে বর্ধিত হারে টোল আদায় না করে পূর্বের হারে টোল আদায় অব্যাহত রাখে সড়ক ও জনপদ বিভাগ। যা অব্যাহত ছিল ২০১৮ সালে অক্টোবর পর্যন্ত। ওই বছরের ২০ অক্টোবর থেকে নতুন ইজারাদার বর্ধিত হারে টোল আদায় শুরু করলে শ্রমিক আন্দোলনের কারনে এক শ্রমিক নিহত হলে টোল আদায় বন্ধ রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বুড়িগঙ্গা প্রথম সেতুর ইজারাদার মোহাম্মদ আলম জানান, ২০১৮ সালের ২০ অক্টোবর থেকে শুরু করে পরবর্তী ৩ বছরের জন্য ২২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকায় সেতুর টোল আদায়ের ইজারা পান তিনি। সড়ক ও জনপদ বিভাগ থেকে নির্ধারন করা হারে তিনি টোল আদায় শুরু করলে ২৬ অক্টোবর শ্রমিকদের আন্দোলনের সময় সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়। তখন সড়ক ও জনপদ বিভাগের নির্দেশে তিনি টোল আদায় বন্ধ রাখেন। কিন্তু সম্প্রতি সওজ থেকে অনুমোদন দেয়ায় তিনি গত ১ জুলাই থেকে সরকার নির্ধারিত হাতে টোল আদায় করছেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ৩১ বছরেও বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত না হওয়ায় আমরা অসন্তুষ্ট। অথচ সেতু নির্মানের চুক্তি অনুযায়ী ১৩ বছর আগে এটির লিজ প্রথা বন্ধ হয়ে গেছে। ব্যবসা-বানিজ্য সম্প্রসারন ও যোগাযোগ ব্যবস্থায় এ সেতুটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপরে আমরা সড়ক ও জনপথের কর্মকতাদের সাথে কথা বলেছি। আশাকরছি সেতুটি টোলমুক্ত হবে।

এখন মশা মানেই চিৎকার-আতংক

নিজস্ব বার্তা পরিবেশক

image

মশা দেখলে ঘরে ঘরে চিৎকার আতংক। এমনকি কর্মস্থলেও এখন মশা নিয়ে আতংক বিরাজ করছে। মরণব্যাধি ডেঙ্গুজ্বর থামছে না। আক্রান্তদের

গ্রামবাসীরাই নিজেদের অর্থে কোনরকম রাস্তা সংস্কার করল

কামরুজ্জামান গেনু, নান্দাইল (ময়মনসিংহ)

image

ময়মনসিংহের নান্দাইলে জনদুর্ভোগে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী স্বউদ্যোগী হয়ে নিজেদের অর্থে রাস্তা সংস্কার করল। বুধবার (২১ আগস্ট) নান্দাইল উপজেলার

কুমিল্লা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ে পলেস্তারা খসে পড়ায় আতঙ্ক

প্রতিনিধি, কুমিল্লা

image

১৮৫ বছরের পুরনো কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের ভবনে অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা।

sangbad ad

বাসন্ডার ভাঙনে বিলীন সড়ক দুর্ভোগে পশ্চিম ঝালকাঠিবাসী

দিলীপ মণ্ডল, ঝালকাঠি

image

পৌরসভার অন্তর্গত পশ্চিম ঝালকাঠির ৬নং ওয়ার্ডে বাসন্ডা নদীর পশ্চিম পাড় বাদামতলী মোসলেম মাঝির খেয়া ঘাট থেকে বাসন্ডা ব্রিজ পর্যন্ত

গেট খোলেনি ক্লিনিক ফটকের সামনেই সন্তান প্রসব!

প্রতিনিধি, গোপালগঞ্জ

image

গোপালগঞ্জে ক্লিনিকের ফটকের সামনের রাস্তার ওপর সন্তান প্রসব করলেন গৃহবধূ রোজিনা বেগম (৩২) । ১৯ আগস্ট সোমবার রাত সাড়ে

শ্রদ্ধা ও ভালোবাসায় পুলিশ সদস্য ফারুকের শেষ বিদায়

নিজস্ব বার্তা পরিবেশক

image

সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল মো. উমর ফারুক।

আন্তঃক্যান্টনমেন্ট বির্তক প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব বার্তা পরিবেশক

image

আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় স্কুল শাখায় চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ শাখায়

গ্রেনেড হামলা মামলার আপিল শুনানী চলতি বছরেই শুরু হবে : আইনমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

image

পেপারবুক তৈরী শেষে চলতি বছরেই একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিল শুনানী হাইকোর্টে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

এখনও পলাতক ১৬ আসামি

বাকী বিল্লাহ ও মাসুদ রানা

image

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে জননেত্রী শেখ হাসিনার সমাবেশে পরিকল্পিতভাবে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। শেখ হাসিনাকে

sangbad ad